লম্বা চুলের জন্য অনেক ধরনের হেয়ার স্টাইল রয়েছে। ব্রেইড থেকে শুরু করে প্রায় সবধরনের বানই লম্বা চুলে করা যায়। আপনাদের মধ্যে যাদের বেশ লম্বা চুল রয়েছে এবং কোথাও বের হবার আগে খুব সহজে ও কম সময়ে একটি হেয়ার স্টাইল চান তাদের জন্য রয়েছে আজকে রয়েছে স্পেশাল বেইড হেয়ার স্টাইলের একটি টিউটোরিয়াল। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা এই আকর্ষনীয় হেয়ার স্টাইলটি করতে পারি।
[picture]
১। প্রথমে চুল ভালোভাবে আচঁড়ে নিয়ে পেছনে নিচু করে পনিটেইল করে নিন। পনিটেইলে কিছু পর পর ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে দিন। এভাবে পুরো চুলে করুন। শেষ অংশের কিছু চুল বাকি রাখুন।
২। তারপর একদম প্রথম অংশের চুলের মাঝখানে আঙুল দিয়ে ফাঁকা করে পুরো চুল তার মধ্য দিয়ে ঢুকিয়ে টেনে নিন।

৩। প্রত্যেক অংশে একই ভাবে নিচের ছবির মত চুল ঢুকিয়ে ঢুকিয়ে টেনে নিন।
৪। এই শেষ ধাপে প্রত্যেক ইলাস্টিক ব্যান্ডের কাছে ফুল গুজে দিন। স্টোনের বা পার্লের ছোটো ছোটো ক্লিপও লাগিয়ে নিতে পারেন। দেখুন কি সহজেই এমন আকর্ষনীয় হেয়ার স্টাইলটি করে ফেললেন।
এই হেয়ার স্টাইলটি ট্রেডিশনাল ড্রেসের সাথে খুবই মানানসই।
লিখেছেন – নীল









