ক্লাসিক ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক - Shajgoj

ক্লাসিক ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক

tamanna

ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক হলো সার্বজনীন আইমেকাপ স্টাইল যা যে কোনও পরিবেশে, যে কোনোও সময়ে এবং পোশাকের সাথে খুব সহজে মানিয়ে যায়। এই লুকটিতে কিছুটা ভিন্নতা আনার জন্য পিওর ব্রাউনের বদলে বারগেন্ডি-ব্রাউন ব্যবহার করা হয়েছে।

[picture]

টিউটোরিয়ালঃ

pic

১। প্রথমে আপনার পছন্দের প্রাইমার দিয়ে চোখের বেজ তৈরি করে নিন। চোখের ভাঁজে ত্বকের রঙের কাছাকাছি ব্রাউন শ্যাডো দিয়ে চোখের ভাঁজ ডিফাইন করুন।

২। এরপর চোখের পাতায় যে কোনও ক্রিমি কালো কাজল লাগান এবং তা চোখের ভাঁজ পর্যন্ত ব্লেন্ড করে নিন। কাজল ব্ল্যাক শ্যাডোর জন্য সুন্দর বেজ তৈরি করবে।

৩। কাজলের বেজের উপরে ব্ল্যাক শ্যাডো লাগান, সুন্দর করে ব্লেন্ড করে নিন।

৪। এবারে চোখের পাতার ২/৩ অংশ বারগেন্ডি-ব্রাউন শ্যাডো দিয়ে ভরাট করুন ।

৫। এবার চোখের কোণায় ও ভ্র-র নিচে অফ-হোয়াইট শ্যাডো দিয়ে হাইলাইট করুন। বাকি শ্যাডোগুলো ব্লেন্ড করে নিন আরেকবার, প্রয়োজন হলে বাইরের কোণার ব্ল্যাক শ্যাডো আরেকটু গাঢ় করে নিন।

৬। চোখের কোলে কাজল পরুন। ল্যাশলাইনে কাজল শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিন।

৭। চোখের পাতার উপরে কালো লাইনার লাইন করে নিন।

৮। সবশেষে কয়েক পরত মাস্কারা পরে নিন।

যদিও এখানে ফলস আইল্যাশ পরা নেই আপনি যদি ফলস আইল্যাশে কমফোর্টেবল হন তাহলে ফলস আইল্যাশ অবশ্যই পরে নিতে পারেন। আশা করছি ক্লাসিক ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুকটি আপনাদের ঈদের সাজে কাজে আসবে। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল।

ব্যবহার করা হয়েছে যেসব প্রোডাক্টঃ

*ELF mineral infused primer *Mix of MAC studio fix NC42 and pro longwear NC40 foundation *MAC studio fix powder plush foundation *Essence all about matte fixing powder *Sleek face form *The Balm mary-lou-manizer *BHcosmetics flawless brow kit *Essence I heart stage eyeshadow base *Sleek ‘oh so special’ eyeshadow palette *Stila smudge stick in black *Ioni liquid eyeliner *Maybeline falsies mascara *Mix of Jordana terracotta and MAC kinda sexy lipstick

প্রডাক্টগুলো এখানে পাওয়া যাবে

লিখেছেনঃ তামান্না ইসলাম

ছবিঃ গ্রিন স্টোরি

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort