শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই - Shajgoj

শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আই

black

চকচকে ব্ল্যাক শেডের চোখের মেকাপ যেকোনও পার্টিতে, যেকোনও ড্রেসেই আপনাকে একটা গ্লামারাস লুক এনে দিবে। সাধারণত ব্ল্যাক স্মোকি আইস রাতের পার্টির মেকাপের জন্যই বেশি মানাবে। এই স্মোকি আইস টা আমরা অ্যারাবিক মেকাপ স্টাইলে করব। অ্যারাবিক স্টাইল টা চোখটাকে আরও আকর্ষণীয় করবে। চলুন দেখে নিই কীভাবে আই মেকাপ টা করবেন।

টিউটোরিয়াল:

(১) প্রথমে একটা কালো কাজল চোখের পাতায় দিন।
(২) কাজল টাকে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন একটা  smudged effect আনার জন্য।
(৩) ব্ল্যাক ম্যাট আই শেড দিয়ে চোখের বাইরের কর্ণারে V shape তৈরি করুন। এরপর কালার টাকে একটু ভিতরে নিয়ে আসুন চোখের পাতার মাঝখানে।
(৪) অল্প  অল্প করে আরও ব্ল্যাক আই শেড চোখের পাতার উপরের জায়গায়(  crease এ) নিয়ে আসুন। ব্লেন্ড করুন।

[picture]

(৫) এর পর একটি চকচকে গ্রে আই শেড চোখের পাতায় দিন।
(৬) এর পর একটি কালচে খয়েরি রঙের শেড ( taupe /brown /dark brown) crease এ কালো শেড তার উপর দিন। দুইটা কালার কে ভালো ভাবে মিশিয়ে নিন( ব্লেন্ড করুন।)
(৭) হাইলাইটার ( white shadow) ভ্রু এর নিচে আর চোখের কোণায় দিন।
(৮) আই লাইনার দিন আপনার যেভাবে পছন্দ। টানা লাইনারটা সবচেয়ে বেশি মানাবে অ্যারাবিক মেকাপ এর ক্ষেত্রে।
(৯) ব্ল্যাক আর গ্রে শেড দুইটা একসাথে মিক্স করে নিচের চোখের অংশে দিন।
(১০) চোখের ভিতরের অংশে কালো কাজল ব্যবহার করুন।
(১১) এর পর চোখের কোণায় আই লাইনারটা একটু টেনে দিন।
(১২) সবশেষে মাস্কারা দিন আর আই ভ্রু ফিল আপ করুন।
তৈরি হয়ে গেলো আপনার শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আইস!

তৈরি হয়ে গেলো আপনার শিমারিং ব্ল্যাক অ্যারাবিক স্মোকি আইস! আইসটা হয়ে গেলে এর পর আপনার পুরো ফেস মেকাপ করে নিন। এই আই মেকাপে ব্ল্যাক শেডের ব্যবহার বেশি তাই আমরা আগে চোখটা করে নিব যেন কোনও ব্ল্যাক শেড মুখে না পড়ে।

Collage23

যা যা ব্যবহার করা হয়েছে:

1) Elf eyeshadow primer

2) Coastal Scents Revealed eyeshadow palette

3) Revlon Colourstay black eyeliner/kajol

4) Loreal Voluminous Carbon black mascara.

5) Loreal Paris Telescopic eyeliner in Carbon Black.

লিখেছেন- তাসকিন

ছবি- তাসকিন

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort