গ্রিটিং কার্ড বানাতে মাত্র ৬ টি স্টেপস - Shajgoj

গ্রিটিং কার্ড বানাতে মাত্র ৬ টি স্টেপস

670px-Make-a-Quick-Birthday-Card-Step-6

আজ আপনার প্রিয় কোন বন্ধু অথবা পরিবারের কোন সদস্যের  জন্মদিন… কিন্তু আপনার মনে নেই । কোন গিফটও কেনা হয়নি । তাই বলে কি খালি হাতে জন্মদিনের শুভেচ্ছা দিতে হবে প্রিয় সেই মানুষটিকে ? না । কেননা আপনি চাইলেই খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন একটি বার্থডে কার্ড… এই সহজ কিছু স্টেপস মনে রেখে –

১)  আপনার পছন্দ অনুযায়ী  একটি রঙিন আর্ট / অফসেট পেপার নিন । পেপার টি কে মাঝখানে  ভাঁজ করে কার্ডের  আকার দিন । খেয়াল রাখবেন পেপার টির সাইডে যাতে সমান ভাবে কাটা থাকে ।

670px-Make-a-Quick-Birthday-Card-Step-1

২) কিছু রঙিন সাইন পেন নিন এবং আপনার পছন্দের ফন্ট স্টাইলে কার্ড এর সামনে লিখে ফেলুন
“HAPPY BIRTHDAY”/ “শুভ জন্মদিন ” । খেয়াল রাখতে হবে যাতে অক্ষর লেখার সময় ভুল না হয় ।

670px-Make-a-Quick-Birthday-Card-Step-2

৩) এবার কার্ড টি খুলে  প্রথম অংশে এঁকে ফেলুন বার্থডে কেক /  কিছু বেলুন / কিছু ছোট ছোট গিফট এর ছবি । আপনার পছন্দমত বিভিন্ন রং এর সাইন পেন ব্যবহার করুন ।

670px-Make-a-Quick-Birthday-Card-Step-3

৪) এরপর অপর অংশে আপনার বন্ধুর জন্য একটি  স্পেশাল / মজার  মেসেজ লিখে ফেলুন ।

670px-Make-a-Quick-Birthday-Card-Step-4

৫) কার্ড এর পিছনে একটি বড় স্মাইলি/ কয়েকটা ছোট ছোট হার্ট একে দিন ।

670px-Make-a-Quick-Birthday-Card-Step-5

৬) হাতে আরও সময় থাকলে কার্ড এর সামনে রঙ্গিন রিবন , বিভিন্ন শেপ এর বোতাম , স্ট্যাম্প লাগিয়ে কার্ডটিকে আরও আকর্ষণীয় করে তুলুন ।

670px-Make-a-Quick-Birthday-Card-Step-6
এছাড়াও কার্ডে লেখার ক্ষেত্রে বা কারুকাজে গ্লিটার পেন/ গ্লিটার গ্লু ব্যবহার করতে পারেন।

Glitter_Glue_Metallic_10_5ml_12c

এভাবে যেকোনো উপলক্ষেই খুব সহজে ও কম সময়ে  তৈরি করে ফেলতে পারেন গ্রিটিং কার্ড ।

লিখেছেনঃ  ফারিন

ছবিঃ উইকিহাও.কম, আলিবাবা.কম

5 I like it
4 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort