শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায়!

শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায়!

winter hair care

শীতকাল আসতে না আসতেই চুল পড়ার সমস্যা যেন বেড়ে যায় বহুগুণে। এই সিজনে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে। এ কারণে শীতের বাতাস শুষ্ক থাকে বেশি। এছাড়াও ময়লা, রোদ, ধুলাবালি তো থাকেই। যার কারণে খুব সহজেই আমাদের মাথার স্ক্যাল্পে ময়লা জমে যায়। এই ময়লা থেকেই চুলের গোড়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তাই অন্যান্য সিজনে চুলের যত্ন নেয়া জরুরি হলেও শীতকালে নিতে হয় চুলের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। শীতকালে চুল পড়ার সমস্যা অনেক বেড়ে যায়। আজকে চলুন জেনে নেই, শীতকালে চুল পড়া রোধে ৫টি সহজ উপায় সম্পর্কে।

শীতকালে চুল পড়া রোধে করণীয় 

১) শাওয়ারের আগে চুল আঁচড়ে নেয়া 

শীতকালে আমাদের চুলের গোড়া তুলনামূলকভাবে অনেক বেশি নরম থাকে। শাওয়ার নেয়ার পর চুলের গোড়া আরও বেশি নরম হয়ে পড়ে। তাই শাওয়ার নেয়ার পরপরই যদি চুল আঁচড়ানো হয়, এতে চুল সহজেই উঠে আসবে। তাই চেষ্টা করতে হবে শাওয়ার নেয়ার আগেই চুলের জট ছাড়িয়ে আঁচড়ে নিতে।

শীতকালে চুল পড়া রোধে করণীয়

 ২) তেল দেয়ার আগে চুল আঁচড়ে নেয়া  

শীতে হট অয়েল ম্যাসাজ আমাদের অনেকের কাছেই খুবই পছন্দের। কিন্ত অনেকেই কমপ্লেইন করেন, অয়েল ম্যাসাজ করার পর অনেক বেশি চুল পড়ছে। এর অন্যতম একটি কারণ হলো ম্যাসাজ করার পর চুল আঁচড়ানো। তেল দেয়ার পর আমাদের চুলের গোড়া এমনিতেই নরম হয়ে থাকে, তাই তেল দেয়ার পরপর চুল আঁচড়ানো উচিত নয়। চেষ্টা করতে হবে, চুলে অয়েল ম্যাসাজের আগেই আঁচড়ে নিতে।

৩) ঘুমানোর আগে চুলের জট ছাড়িয়ে নেয়া 

ঘুম থেকে ওঠার পর আমাদের অনেকের চুলেই জট হয়। তখন চুল আঁচড়ালে গোড়া থেকে চুল উঠে আসে সহজেই। তাই ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা একটু সময় নিয়ে চুলগুলোকে আঁচড়ে নেই, তাহলে কিন্তু চুলের জটের সমস্যা অনেকটাই কমে আসবে। এরপর ঘুম থেকে উঠে যখন চুল আঁচড়াবেন তখন আর জটও লাগবে না এবং চুলও পড়বে না।

৪) গরম পানি ডিরেক্ট চুলে ঢালা যাবে না

শীতকালে কনকনে ঠান্ডায় কষ্ট হবে ভেবে শাওয়ার নেয়ার সময় আমরা অনেকেই খুব বেশি গরম পানি মাথায় ঢেলে ফেলি। এতে না বুঝেই আমরা চুলের যে কত বড় ক্ষতি করছি তা বুঝে উঠতে পারি না। বেশি গরম পানি আমাদের চুলের গোড়াকে নরম করে দেয়, পাশাপাশি চুলকে অনেক বেশি ড্রাই করে দেয়। শীতকালে শাওয়ার নেয়ার সময় চেষ্টা করবেন খুব বেশি গরম পানি চুলে না ঢেলে কুসুম গরম পানি ব্যবহার করতে।

৫) মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা 

এই শীতে আমাদের চুলের যত্নে মাইল্ড শ্যাম্পু বেছে নেয়াটা খুবই জরুরি। কেমিক্যাল সমৃদ্ধ শ্যাম্পু আমাদের মাথার স্ক্যাল্পের জন্য খুব বেশি ক্ষতিকর। পাশাপাশি এ ধরনের শ্যাম্পু আমাদের চুলকে খুব বেশি রুক্ষ করে ফেলে। এতে আমাদের চুল হারিয়ে ফেলে তার প্রকৃত সৌন্দর্য। তাই শীতকালে চেষ্টা করতে হবে চুলের ধরন অনুযায়ী একটি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে।

ওয়েদার চেইঞ্জের পাশাপাশি শীতকালে বিয়ের দাওয়াত, পার্টি, আউটিং, পারিবারিক অনুষ্ঠান এগুলোর পরিমাণও বেড়ে যায়। তাই স্বভাবতই চুলের উপর দিয়েও যায় নানা ধকল। তাই বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় প্রয়োজন হয় একটু বাড়তি যত্নের। আশা করছি, এই ছোট ছোট কয়েকটি বিষয় মেনে চলতে পারলে আমাদের চুল পড়ার সমস্যা অনেকটাই কমে আসবে।

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

ছবিঃ সাজগোজ

65 I like it
16 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort