যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে। বেশিরভাগ ফুল কভারেজ ফাউন্ডেশন টিউটোরিয়াল আসলে খুব সহজ করে তৈরি করা হয় এবং ফাউন্ডেশন রুটিনটা দেখানো হয় ধাপে ধাপে কারণ মেকআপ এক্সপার্টরাও জানেন যে ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন টিউটোরিয়ালের ভিউয়ারদের শতকরা ৮০ ভাগই বিগিনার।
অনেকেই মনে করেন যে ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করলে আর অন্য কোনও প্রোডাক্ট যেমন প্রাইমার বা কন্সিলার ব্যবহার করা লাগে না। এটা পুরোপুরি সত্যি নয়। ফুল কভারেজ ফাউন্ডেশন-এর মূল সুবিধা হচ্ছে যে যাদের ডিসকালারেশন, আন-ইভেন স্কিনটোন ও রেডনেস আছে তাদের জন্য খুবই ভালো কভারেজ দেয় এই ধরনের ফাউন্ডেশন। মনে রাখতে হবে যে শুধু ফাউন্ডেশন-এর ব্যবহারে ব্লেমিশ কভার করা নয় বরং প্রাইমার>কন্সিলার>ফাউন্ডেশন>পাউডার -এর সম্পূর্ণ রুটিন যা আপনার আন-ইভেন স্কিন-টোনকে কন্সিল করবে এবং ব্লেমিশের জন্য প্রয়োজনীয় কভারেজ দিবে সেটাই হল ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন।
৫টি ধাপে ফুল কভারেজ ফাউনডেশন রুটিন
১. ফেইস ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং
সবচেয়ে প্রথম ধাপ হল মুখটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়া। এক্ষেত্রে আপনি আপনার রেগ্যুলার ফেইস ওয়াশ ব্যবহার করতে পারেন বা একটা ভালো দেখে ক্লিনজিং মিল্ক-ও ব্যবহার করতে পারেন। মুখ ধুয়ে পরিষ্কার করার পর অবশ্যই ময়েশ্চারাইজ করে নিবেন বিশেষ করে যাদের স্কিন খুবই ড্রাই বা শুষ্ক ধরনের তারা অবশ্যই মেকআপ রুটিন শুরু করার আগে মুখটিকে ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিবেন।
আপনি আপনার পছন্দমত যেকোনো ক্লিনজিং মিল্ক যা আপনার স্কিনে খুব ভালো স্যুট করে ব্যবহার করতে পারেন। আলফা এইচ এর মাইক্রো ক্লিনজ, ডিক্লিওর হাইড্রা রেডিয়েন্স স্মুথিং ক্লিনজিং মুজ, ইভা লুম ক্লিনজার ব্যবহার করতে পারেন।
২. প্রাইমার
ফাউন্ডেশন ব্যবহার করার আগে অবশ্যই ভালো একটা প্রাইমার ব্যবহার করে নিবেন। এ ধাপটি অনেকেই এড়িয়ে যান তবে এটিও কিন্তু আসলে ফাউন্ডেশন, পাউডার বা অন্যান্য প্রোডাক্টের মতই গুরুত্বপূর্ণ একটি ধাপ কেননা প্রাইমার আপনার মেকাপের বেইজ হিসেবে কাজ করে, মেকাপটিকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। প্রচলিত প্রাইমারগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল ম্যাক-এর প্রেপ এন্ড প্রাইম।
এছাড়া , এনওয়াইএক্স-এর স্ম্যাশবক্স ফটো ফিনিশ প্রাইমার, বেনিফিট-এর প্রফেশনাল প্রাইমার (এটি আপনার পোরসগুলোকে কম দেখাবে), ল’রিয়েল প্যারিস-এর লুমি ম্যাজিক, ক্লিনিক-এর সুপার প্রাইমার কালার কারেক্টর, মেবিলিন বা এলফ-এর প্রাইমার ব্যবহার করে দেখতে পারেন।
প্রাইমার খুবই অল্প পরিমাণে নিবেন এবং পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিবেন যেভাবে আপনি ময়েশ্চারাইজার লাগান।
৩. ফাউন্ডেশন
অনেকেই প্রাইমারের পরে আগে কন্সিলার লাগিয়ে নেন এবং তারপর ফাউন্ডেশন ব্যবহার করেন। তবে, আপনি যখন একটি ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করবেন, তখন আপনার ব্লেমিশ, রেডনেস, আন-ইভেন স্কিনটোন, ডিসকালারেশন-এর জন্য প্রয়োজনীয় কভারেজ আপনি আপনার ফাউন্ডেশন থেকেই পাবেন আর তাই এক্ষেত্রে আগে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে এবং তারপর প্রয়োজন অনুযায়ী বা হাইলাইট-এর জন্য কন্সিলার ব্যবহার করতে পারেন।
ফুল কভারেজ ফাউন্ডেশন-গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফাউন্ডেশন হল- রেভলন কালার স্টে, এসটে লওডার-এর ডাবল উইয়ার স্টে ইন প্লেস, কভার এফ এক্স ন্যাচারাল ফিনিশ, নিউট্রজিনা হেলদি স্কিন, ক্লিনিক-এর পোর রিফাইনিং সলিউশনস ইনস্ট্যান্ট পারফেক্টিং, ম্যাক্স ফ্যাক্টর অল ডে ফ্ললেস থ্রি ইন ওয়ান, ববি ব্রাউন লং উইয়ার ইভেন ফিনিশ , ম্যাক-এর প্র লং উইয়ার ইত্যাদি।
ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য বিউটি ব্লেন্ডার, সিগমা বা রিয়েল টেকনিক-এর ফাউন্ডেশন ব্রাশ অথবা ফিঙ্গার টিপস-এর সাহায্যে ট্যাপিং মোশনে বা চেপে চেপে ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন। ফাউন্ডেশন লাগানোর সময় ব্রাশ বা আঙুল দিয়ে এমনভাবে ঘষবেন না যাতে ফাউন্ডেশন মুছে যায়, বরং ফিঙ্গার টিপস-এর সাহায্যে এমনভাবে চেপে চেপে অ্যাাপ্লাই করুন যাতে ফাউন্ডেশন-টা সেট হয়ে যায়।
৪. কন্সিলার
ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহারের ফলে আপনার স্কিনে ডিস-কালারেশন, পিম্পলের দাগ বা রেডনেস থাকলে, সেটার কভারেজ আপনি আপনার ফুল কভারেজ ফাউন্ডেশন থেকেই পাবেন। এরপরও যদি মনে হয় যে কোনও ফুল-কভার করা হয় নি বা আন্ডার আই এরিয়া, আন্ডার আই ব্রো এরিয়া, আপার আই ব্রো এরিয়া হাইলাইট করার জন্য কন্সিলার ব্যবহার করতে পারেন।
বিভিন্ন ব্র্যান্ডের কন্সিলার-গুলোর মধ্যে কভারেজ প্রোপার্টিজ-এর দিক দিয়ে ম্যাক-এর প্র লং উইয়ার কন্সিলার সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি প্রোডাক্ট। এছাড়া আপনি আপনার পছন্দমতো যেকোনো কন্সিলার যা আপনার স্কিনে স্যুট করে যেমন মেবিলিন-এর কভার স্টিক , ববি ব্রাউন ক্রিমি কন্সিলার , সুয়ে ডেভিট-এর অটোমেটিক ক্যামোফ্লাজ ব্যবহার করতে পারেন।
৫. সেটিং পাউডার
সবশেষে আপনার ফাউন্ডেশন-টিকে একটি হাই ডেফিনেশন লুজ পাউডার বা Translucent পাউডার দিয়ে সেট করে নিন। এর জন্য ব্যবহার করতে পারেন নারস-এর পাউডার ফাউন্ডেশন, ডিওর-এর ফরেভার স্কিন পাউডার, লওরা মারসিয়ার-এর Translucent লুজ সেটিং পাউডার, সেফরা-এর Translucent লুজ সেটিং পাউডার অথবা আপনার কালেকশনের যেকোনো লুজ পাউডারই আপনি ব্যবহার করতে পারেন।
আপনার ফুল কভারেজ ফাউন্ডেশন লুক রেডি হয়ে গেছে। এটিকে আপনার পছন্দমতো কনট্যুরিং, ব্লাশার, হাইলাইট, আই মেকআপ এবং লিপস্টিক দিয়ে কমপ্লিমেন্ট করতে ভুলবেন না।
ছবি- সংগৃহীত: সাজগোজ