খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন

1

ঘুরতে যাওয়ার জন্য আলমারি থেকে পছন্দের ব্ল্যাক ড্রেসটা বের করলেন। একদম রেডি হয়ে যখন বের হবেন, আয়নার দিকে তাকিয়ে দেখলেন ঘাড়ের উপর ঝরে পড়েছে খুশকি! মন খারাপ করে ঘোরার প্ল্যানটাই বাদ দিয়ে দিলেন। কি? ঘটনাটি খুব পরিচিত মনে হচ্ছে? খুশকি নিয়ে নানা বিড়ম্বনায় পড়ার ঘটনা নতুন নয়। খুব সহজে এই সমস্যা দূরও হয় না। অনেকেই ড্যানড্রাফ দূর করার জন্য বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। সেগুলো স্যুট না হলে স্ক্যাল্পে দেখা দেয় ইচিং, শুরু হয় ইরিটেশন। তাই স্ক্যাল্পের এসব সমস্যা যেন না হয় এবং সহজ উপায়ে খুশকি দূর করতে প্রয়োজন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট। আর এমনই একটি প্রোডাক্ট হচ্ছে ক্যাস্টর অয়েল। খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল কীভাবে কাজ করে সে সম্পর্কেই আজ আমরা বিস্তারিত জানবো।

ড্যানড্রাফ কী?

ড্যানড্রাফ মূলত স্ক্যাল্পের একটি ইনফ্ল্যামেটরি কন্ডিশন। বিশেষত সেবোরেইক ডার্মাটিটিস (Seborrhoeic Dermatitis) বা ফাঙ্গাসজনিত কারণে চুলে খুশকি দেখা দিতে পারে। আমাদের মাথার ত্বকে প্রতি ২৮ দিন পর পর নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো ঝরে যায়। এই প্রক্রিয়াটি চলমান। পুরাতন কোষগুলো যখন রিপ্লেস হতে পারে না তখন সেগুলো আমাদের স্ক্যাল্পে পাইল আপ হয় এবং ফাঙ্গাসে সংক্রমিত হয়। এই ফাঙ্গাস থেকেই খুশকি সৃষ্টি হয়। আবার অনেকের স্ক্যাল্প থেকে এক্সেস অয়েল প্রোডিউস হয়, স্ক্যাল্পে ডার্ট জমে। এগুলো সময়মতো ক্লিন না করলে ডেড সেলের সাথে আটকে খুশকির জন্ম দেয়।

Skin Cafe Castor Oil

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল কেন উপকারী?

১) ক্যাস্টর অয়েলে আছে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টি হিসেবে পরিচিত। তাই স্ক্যাল্পের ইরিটেশন কমিয়ে সুদিং ফিল দিতে এবং স্ক্যাল্প ময়েশ্চারাইজড রাখতে এই অয়েল বেশ উপকারী।

২) এই অয়েলে আছে ricinoleic acid যা মাইক্রোবিয়াল ইনফেকশন রোধ করে। এতে থাকা অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টিজ ফাঙ্গাস এর বৃদ্ধি হতে দেয় না।

৩) এতে আরও আছে ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড, যা স্ক্যাল্পের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। সেই সাথে এটি স্ক্যাল্পের ইচিনেস ও ড্রাইনেস কমায় এবং স্ক্যাল্পের পিএইচ লেভেল ব্যালেন্স করে।

৪) স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ওভারঅল স্ক্যাল্পের হেলথ ভালো রাখতে ক্যাস্টর অয়েল খুব ভালো কাজ করে। আর স্ক্যাল্প হেলদি থাকলে ড্যানড্রাফও ডেভেলপ হয় না।

ক্যাস্টর অয়েল দিয়ে ড্যানড্রাফ দূর করার উপায়

১) ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল ও টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল

স্ক্যাল্পের ইচিনেস কমাতে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল খুব ভালো কাজ করে। অ্যালোভেরা জেল স্ক্যাল্পের ইচিনেস কমিয়ে সুদিং ফিল দেয়।

প্রয়োজনীয় উপকরণ

(চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ কমবেশি হতে পারে)

যেভাবে ব্যবহার করবেন

তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিন। ৪৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করবেন। সপ্তাহে ৩ দিন এই প্যাকটি ব্যবহার করলে খুশকি সমস্যা অনেকটাই কমে আসবে।

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল

২) ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল ও আদার রস

ভাবছেন ড্যানড্রাফ দূর করতে আদার রস কীভাবে হেল্প করে? আদাতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টিজ, যা খুশকি দূর করতে বেশ কার্যকর। আদার রস ক্লগড পোরস আনক্লগ করতে এবং স্ক্যাল্পে থাকা ড্যানড্রাফ, ডার্ট ও প্রোডাক্ট বিল্ড আপ হলে সেগুলো রিমুভ করতে হেল্প করে। অলিভ অয়েলে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে এটি বেশ ভালো হেয়ার ক্লেনজার হিসাবে কাজ করে। সেই সাথে এর ব্যবহারে স্ক্যাল্পের ইচিনেস ও ফ্লেকিনেস দূর হয়।

প্রয়োজনীয় উপকরণ

  • ক্যাস্টর অয়েল ২ টেবিল চামচ
  • আদার রস ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল ২ টেবিল চামচ

(চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ কমবেশি হতে পারে)

যেভাবে ব্যবহার করবেন

সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহার করলে ভালো ফল পাবেন।

৩) ক্যাস্টর, আমন্ড ও রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল

ক্যাস্টর অয়েলের মতো আমন্ড অয়েলও স্ক্যাল্প ময়েশ্চারাইজ করে খুশকি প্রতিরোধ করতে সাহায্য করে। আমন্ড অয়েল ভিটামিন-ই সমৃদ্ধ, যা চুল ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল খুশকির বিরুদ্ধে অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে।

খুশকি দূর করতে ক্যাস্টর ও আমন্ড অয়েল

প্রয়োজনীয় উপকরণ

  • ক্যাস্টর অয়েল ১ টেবিল চামচ
  • আমন্ড অয়েল ১ টেবিল চামচ
  • রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল ২/৩ ফোঁটা

যেভাবে ব্যবহার করবেন

ক্যাস্টর ও আমন্ড অয়েল ভালোভাবে মিশিয়ে ওভেনে বা গরম পানির ভেতর বোল রেখে কয়েক সেকেন্ড গরম করে নিন। এতে মিশিয়ে নিন রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল। মিশ্রণটি স্ক্যাল্পে ও চুলে ভালোভাবে লাগিয়ে অপেক্ষা করুন ৪০ মিনিট। এবার শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২/৩ বার এভাবে ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যাবে।

৪) ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল ও ডিম

কোকোনাট অয়েলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টিজ। যার কারণে ড্রাই স্ক্যাল্প নারিশড রাখতে এবং ড্যানড্রাফ দূর করতে এই অয়েল বেশ কার্যকর। হেয়ার শ্যাফট ইজিলি পেনিট্রেট করতে পারে এই অয়েল, যার কারণে চুল থাকে ময়েশ্চারাইজড। ডিমে থাকা প্রোটিন চুল নারিশড করে এবং সফট ও শাইনি করে তোলে।

প্রয়োজনীয় উপকরণ

  • ক্যাস্টর অয়েল ১ টেবিল চামচ
  • নারকেল তেল ১ টেবিল চামচ
  • ডিম ১ টি

ক্যাস্টর ও কোকোনাট অয়েল দিয়ে ড্যানড্রাফ দূর করার উপায়

যেভাবে ব্যবহার করবেন

তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। যদি ডিমের গন্ধ বেশি কড়া লাগে তাহলে ২/১ ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। স্ক্যাল্পে ও চুলে অ্যাপ্লাই করার ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১ বার মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

৫) ক্যাস্টর ও আরগান অয়েল

আরগান অয়েলে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ যা স্ক্যাল্প ভালো রাখে। সোরিয়াসিস ও সেবোরেইক ডার্মাটিটিসের মতো স্কিন কন্ডিশন প্রিভেন্ট করে স্ক্যাল্পকে নারিশমেন্ট প্রোভাইড করতে এই অয়েল বেশ কার্যকর।

প্রয়োজনীয় উপকরণ

  • ক্যাস্টর অয়েল ২ টেবিল চামচ
  • আরগান অয়েল ১ টেবিল চামচ

যেভাবে ব্যবহার করবেন

তেল দুটি ভালোভাবে মিশিয়ে হালকা গরম করে নিন। এবার স্ক্যাল্পে ও চুলে অ্যাপ্লাই করে অপেক্ষা করুন ৩৫/৪০ মিনিট। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করতে পারেন।

 

এই তো জানিয়ে দিলাম, খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন সম্পর্কে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু পাওয়া যায়। খুশকি দূর করতে সেগুলোও হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করতে পারেন। অথেনটিক হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ও মেকআপ প্রোডাক্ট কিনতে পারেন সাজগোজ থেকে। সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

ছবিঃ সাজগোজ

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort