মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু! - Shajgoj

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!

homemadeshampoo_applezoomzoom

চুলের তেল, ময়লা এবং ধুলো পরিষ্কার করতে আমরা সবাই ই শ্যাম্পুর আশ্রয় নিই। শ্যাম্পু চুলকে পরিষ্কার এবং ঝরঝরে করে তোলে। কিন্তু শ্যাম্পুতে থাকে অনেক ধরনের কেমিক্যাল। যা অতিরিক্ত ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। যার ফলে, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়, চুল ভেঙে যায়।  তাই আজ জানাবো, রুক্ষ-শুষ্ক চুলের জন্যে কীভাবে ঘরে বসেই ন্যাচারাল শ্যাম্পু বানাবেন। এই শ্যাম্পু সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি বলে এতে চুলের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও এই শ্যাম্পুটি চুলের গ্রোথ বাড়াবে, চুল অনেক সফট এবং শাইনি করে তুলবে।

[picture]

ঘরে তৈরি এই মাইল্ড শ্যাম্পুটি তৈরি করতে যেসব উপাদান হাতের কাছে থাকা চাই – 

  • আমলকী ( ১০০ গ্রামের মতো ড্রাই আমলকী লাগবে। আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা চুলের আসল রঙ ফিরিয়ে আনে এবং চুল ঘন করে তোলে।)
  • রিঠা  (৫০ গ্রাম রিঠা লাগবে। আপনি চাইলে রিঠা পাউডারও ব্যবহার করতে পারেন। রিঠা একটি মাইল্ড ক্লিঞ্জার হিসেবে পরিচিত। এটা চুলের ময়লা দূর করে এবং চুল পরিষ্কার এবং ফ্রেশ করে তোলে। এছাড়াও এতে  অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে।)
  • শিকাকাই (আমাদের ১০০ গ্রাম শিকাকাই লাগবে। এটিও চাইলে পাউডার ব্যবহার করতে পারেন। শিকাকাই চুলের জন্যে খুবই উপকারী।  এটি চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে শাইনি করে তোলে।)
  • নারিকেল (প্রায় অর্ধেকটা তাজা নারিকের দরকার পড়বে। নারিকেল রুক্ষ চুলকে ডিপ কন্ডিশনিং করবে। চুলকে সফট এবং শাইনি করে তুলবে।)
  • তুলসী (৮-১০ টা ডালসহ তুলসী পাতা লাগবে। তুলসীতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান। যা চুলকে সুন্দরভাবে পরিষ্কার করবে এবং খুশকির বিরুদ্ধেও লড়বে।)

যেভাবে তৈরি করবেন- 

(১) প্রথমে রিঠা ভেঙে নিয়ে এর বীজ বের করে ফেলে দিতে হবে। এবার একটা লোহার পাত্রে রিঠা, শিকাকাই এবং ড্রাই আমলকী নিয়ে ১ লিটার পানি দিয়ে ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনারা যদি পাউডার রিঠা এবং শিকাকাই ব্যবহার করেন, সেটিও ঠিক একইভাবে ভিজিয়ে রাখবেন। ৮ ঘন্টা পরে আপনি দেখতে পাবেন যে, পানির রঙের পরিবর্তন হয়েছে এবং সব উপকরণ অনেক নরম হয়ে গিয়েছে।
(২) নারিকেলটা কুঁড়ে নিতে হবে। চাইলে এটা হালকা ব্লেন্ডও করে নিতে পারেন। 
(৩) এবার একটা বড় তলা ভারি প্যান চুলায় দিয়ে দিন। এর মধ্যে রিঠা, শিকাকাই এবং আমলকী ভেজানো (পানিসহ) দিয়ে দিন। এর মধ্যে কোড়ানো নারিকেল এবং তুলসী দিয়ে দিন। তুলসী পাতা এবং ডালসহ দিবেন। 
(৪) একটি চামচের সাহায্যে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে দিন। আঁচ মিডিয়াম রাখুন। ৫ মিনিট পরেই দেখবেন মিশ্রণটির রঙ পরিবর্তন হয়েছে। এভাবে ২০ মিনিটের মতো জ্বাল দিতে থাকুন। ২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

(৫) ঠান্ডা হলে, হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কচলে নিন। 
(৬) এবার, একটি ছাকনীতে ছেঁকে ঘন জুসটা আলাদা করে নিন। এই ঘন জুসটাই আপনার ন্যাচারাল শ্যাম্পু। এবার জুসটাকে একটা বোতলে ভরে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন। এটি ৮-১০ দিন ভালো থাকবে।

এই শ্যাম্পুটি মাইল্ড হওয়ায়, আপনি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারবেন। এটি ছোটদের জন্যেও ভালো হবে। এই তো জেনে নিলেন, কীভাবে রুক্ষ- শুষ্ক চুলের জন্যে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল শ্যাম্পু তৈরি করবেন। আশা করছি, আপনাদের অনেক বেশি হেল্প হবে। ভালো থাকুন।

ছবি – ডিআইওয়াইন্যাচারাল  ডট কম

লিখেছেন – জান্নাতুল মৌ

 
 
 
 
10 I like it
3 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort