নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায় জানেন কী?

নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি ঘরোয়া উপায়

দ্রুত বড় হওয়া শক্ত ও সুন্দর নখ - shajgoj

ত্বকের যত্নে কত কিছুই তো করা হচ্ছে কিন্তু নখের ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে তো? ত্বকের যত্নের পাশাপাশি নখের যত্নের জন্য রাখুন কিছুটা সময়। হাতের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে নখের উপর। নখ যেহেতু হাতের আকর্ষণ বাড়িয়ে দেয় সেহেতু চলুন জেনে নিই নখ দ্রুত বড় ও শক্ত করার কিছু উপায়। সপ্তাহে অন্তত একদিন হাত পায়ের নখের যত্ন নিন নিম্নোক্ত উপায়ে।

[picture]

Sale • Hair Oil, Day/Night Cream, Eye Cream

    নখ দ্রুত বড় ও শক্ত করার ৪টি উপায়

    (১) প্রথমে লবণ, কুসুম গরম পানি আর ১ চামচ অলিভ অয়েল নিন। সব একসাথে ভালোভাবে মিক্স করে নিন। এরপর ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণে  নখ ভিজিয়ে রাখুন।

    (২) ১ চামচ লেবুর রস, ৩ চামচ অলিভ অয়েল নিন। কুসুম গরম করে নিয়ে মিশ্রণে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। রোজ এইভাবে করতে হবে।

    নখ দ্রুত বড় করতে লেবুর রস ও অলিভ অয়েলে তা ডুবিয়ে রেখেছে - shajgoj.com

    (৩) কমলার রস নিন, তাতে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উষ্ণ বা কুসুম গরম পানি দিয়ে হাত পরিষ্কার করে নিন। এরপর ভালোভাবে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।  প্রতিদিন এই পদ্ধতি ফলো করুন।

    নখ দ্রুত বড় করতে কমলার রসে তা ডুবিয়ে রেখেছে - shajgoj.com

    (৪) অনেকের নখ খুব পাতলা হয়,  একটুতেই ভেঙ্গে যায়। নখ শক্ত করতে উষ্ণ বা কুসুম গরম অলিভ অয়েলে ২০ মিনিট নখ ডুবিয়ে রাখুন  (১ দিন পর পর করুন) এই উপায়টি ফলো করতে পারেন।

    ঘরোয়া উপায়ে কীভাবে নখ সাদা করা যায়?

    সহজে নখ বড় এবং পাতলা নখ শক্ত করার উপায় জেনে নিলেন। এই সমস্যাগুলোর পাশাপাশি  অনেকের নখে হলদে ভাব  চলে  আসে। যা দেখতে অনেক বাজে লাগে। ঘরোয়া উপায়ে কীভাবে নখ সাদা করা যায় তা জেনে নিন।

    বেবি টুথব্রাশ বা নরম ব্রাশ এবং পেস্ট (জেল টাইপ পেস্ট এর থেকে সাদা পেস্ট ব্যবহার করা ভালো) দিয়ে নখ ১-২ মিনিট ঘষুন। অথবা পেস্টের সাথে বেকিং সোডা ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।

    নখ সাদা করতে ব্রাশ ও পেস্ট দিয়ে নখকে ঘষা  - shajgoj.com

    নখ পরিষ্কার করা হলে অবশ্যই ময়েশ্চারাইজার বা লোশন বা ক্রিম লাগিয়ে নিবেন।

    নখের যত্নে নারিকেল তেল

    নখের যত্নে নখে নারিকেল তেল ব্যবহার - shajgoj.com

    ১.  নারিকেল তেল (ভার্জিন নারিকেল তেল) নিন।  একটু হাতে নিয়ে দুই হাতে ঘষে গরম করে নিন।

    ২. পুরো হাতে এবং নখের কোনাতেও ভালোভাবে ঘষুন। এভাবে কয়েকবার করুন।

    ৩. এতে  নখের সাথে সাথে হাতের স্কিন গ্লো করবে, এবং এবং কিছুদিন টানা ব্যবহার করে আপনার স্কিনের তফাৎ টের পাবেন।

    ছবি- সংগৃহীত: সাজগোজ

    310 I like it
    46 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort