চারটি সহজ ধাপে ঘরের সৌন্দর্য বাড়াতে কালারফুল ট্রি - Shajgoj

চারটি সহজ ধাপে ঘরের সৌন্দর্য বাড়াতে কালারফুল ট্রি

colorful tree diy

আমাদের ঘরকে চমৎকার করে তুলতে আমরা বাজার থেকে কত রকমের শোপিস কিনি। অথচ সামান্য কিছু জিনিস দিয়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি। কি অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। আজকেই আমরা শিখে যাবো কীভাবে অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করতে পারব ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি।

[picture]

কালারফুল ট্রি তৈরিতে যা যা লাগছে:

১। স্ক্রেপবুক পেপার বা যে কোনো ধরনের কালারফুল পেপার। এজন্য আপনার কাছে যদি কালারফুল কোনো ক্যালেন্ডার থাকে তাতেও হবে।

২। থাই তার বা GI তার (ব্লক বাটিকের দোকানগুলোতে পেয়ে যাবেন) অথবা ক্র্যাফট সাপ্লাই ওয়্যার (অনলাইনে পেয়ে যাবেন)।

৩। গাছের শুকনো ডাল।

৪। ফুলদানি।

পদ্ধতি:

১। যেসব কালারফুল পেপার দিয়ে আপনি ট্রি বানাবেন তা একসাথে নিন।

 tree 1

২। ক্রাফট ওয়্যার গুলো পছন্দনুযায়ী বিভিন্ন দৈর্ঘ্যে কেটে নিন। আমি কাঁটার জন্য পুরোনো নেইল কাঁটার ব্যবহার করেছি।

 tree 2

৩। এখন কালারফুল পেপার থেকে নিজের পছন্দমত শেইপে দুইটা পাতা কেটে নিয়ে তার মাঝে তার রেখে গ্লু দিয়ে আটকে দিন। পেপার কাঁটার সময় সব এক শেইপে কাটার জন্য আগে আমি একটি মোটা কার্ডবোর্ড নির্দিষ্ট শেইপে কেটে সেটা পেপারের উপর রেখে চারপাশে পেন্সিলের দাগ দিই। তারপর কাঁচি দিয়ে কেটে নিই।

                 tree 4

এভাবে সবগুলো পাতা তৈরি করে ফেলুন।

       tree 3

৪। তারপর পাতা নিয়ে শুকনো ডালে পেঁচিয়ে নিন। এখানে কোনো নিয়ম নেই। যেভাবে ভালো লাগে সেভাবেই ডালে পাতাগুলো সেট করে নিন। একভাবে ভালো না হলে ছুটিয়ে আবার অন্যভাবে করুন।

 tree 5

সবগুলো ডাল একসাথে ফুলদানিতে রাখুন। হয়ে গেলো আপনার কালারফুল ট্রি।

 tree 6

দেখুন আপনার ঘরের সৌন্দর্য কতটা বেড়ে গেছে।

লিখেছেন – নীল

6 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort