মিনারেল মেকাপের সেরা ব্র্যান্ডগুলো - Shajgoj

মিনারেল মেকাপের সেরা ব্র্যান্ডগুলো

mineral makeup

আমরা সাধারণত যে ধরনের মেকাপ ব্যবহারে অভ্যস্ত, সেগুলো হল-প্যানকেক ফাউনডেশন, লিকুইড ফাউনডেশন, কমপ্যাক্ট, লুজ পাউডার, প্রেসড পাউডার ইত্যাদি। তবে এই মেকআপগুলো সাধারণত যারা একটু বয়স্ক বা যাদের বয়স ৫০+, তাদের স্কিনে স্যুট করে না এবং তাদের যে ধরনের স্কিন প্রবলেম আছে, রিঙ্কল এবং অন্য প্রবলেমগুলোর জন্য যথাযথ কভারেজ দিতে পারে না। আবার, যাদের স্কিন সেনসিটিভ, পিম্পল, রেডনেস বা অন্য কোনও প্রবলেম আছে, তারাও ইচ্ছামত যেকোনও মেকাপ ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে তারা মিনারেল মেকাপ ব্যবহার করতে পারেন। মিনারেল মেকাপ হল খুবই হালকা ধরনের পাউডার বেসড মেকাপ যা ন্যাচারাল কমপোনেনট যেমন গ্লিসারিন, ভিটামিন এবং বিভিন্ন স্কিন সফটনারিং উপাদান দিয়ে তৈরি আর তাই খুবই লাইট ওয়েটেড এবং লাইট টেক্সটারের হয়ে থাকে এবং খুব ন্যাচারাল একটা লুক তৈরি করতে সাহায্য করে। এটি স্কিনের বিভিন্ন ফ্ল কভার করা সহ নাচারাল নন- মেকাপ লুক দেয় যা বিভিন্ন ফর্মাল অকেশানের জন্য (অফিস ইন্টার্ভিউ, মিটিং)মানানসই যেখানে মেকাপ একেবারেই কম বা ন্যাচারাল হওয়া দরকার। এখানে কতগুলো জনপ্রিয় মিনারেল মেকাপ ব্র্যান্ডের বর্ণনা দেয়া হলঃ

mineral makeup 2

১. ববি ব্রাউন স্কিন ফাউনডেশন মিনারেল মেকাপ, এসপিএফ১৫-

এটি আমেরিকান এবং ইউরোপিয়ান কন্টিনেন্টের অন্যতম জনপ্রিয় মিনারেল মেকাপ ব্র্যান্ড গুলোর মধ্যে একটি। এটি পারলাইজড মিনারেল পাউডার দিয়ে তৈরি যা অসমান বা আন-ইভেন স্কিনটোন-কে কভার করে এবং ফ্ললেস লুক ক্রিয়েট করতে সাহায্য করে। এটিএসপিএফ১৫ ফর্মুলা সমৃদ্ধ যার কারণে এটি এশিয়ান স্কিন-টোন কে ও খুব ভালো ভাবে কভার বা কমপ্লিমেনট করতে পারে। এটি আলাবাস্তার, এক্সট্রা লাইট, লাইট, লাইট টু মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম টু ডার্ক, ডার্ক, ডিপ এবং রিচ কমপ্লেক্সনে পাওয়া যায়। এটির দাম পড়তে পারে ৩৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে।

২. আই ডি বেয়ার মিনারেলস-

বেয়ার মিনারেলস স্কিন কেয়ার ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মিনারেল মেকাপ ব্র্যান্ড। এটি ২২০০-২৮০০ টাকার মধ্যে পাওয়া যাবে। বেয়ার মিনারেলস এর বিভিন্ন স্টার্ট আপ কিট রয়েছে যেখানে ২ টি পাউডার ফাউনডেশন, ১ টি কাবুকি ব্রাশ দিয়ে দেয়া হবে আপনার কমপ্লেক্সন অনুযায়ী। বেশিরভাগ বেয়ার মিনারেলস প্রোডাক্ট, এমনকি মিনারেল মেকআপগুলোর ফিনিশিং অন্যান্য মিনারেল মেকাপের চেয়ে শাইনি ধাচের হয় আর তাই তৈলাক্ত স্কিন যাদের, তারা এটি কেনার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন।

৩. ম্যাক মিনারেলাইজ সাটিন ফিনিশ এসপিএফ ১৫ ফাউনডেশন-

ম্যাক মেকাপ ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। যদিও ম্যাক এর লিকুইড ফাউনডেশন বলতে বেশির ভাগ মানুষ স্টুডিও ফিক্স ফাউনডেশনকেই বুঝে থাকেন, তবে ম্যাক আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট হল ম্যাক মিনারেলাইজ সাটিন ফিনিশ এসপিএফ ১৫ ফাউনডেশন। এটি একটি লিকুইড ফাউনডেশন এবং এটি ন্যাচারাল সান প্রটেকশান, স্কিন কনডিশনিং প্রপারটিজ এবং ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত। এটি ২৪০০-৩০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এটি নরমাল ও শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত।

৪. শিয়ার কভার-

শিয়ার কভার মিনারেল মেকাপের মধ্যে অন্যতম জনপ্রিয় ফার্স্ট জেনারেশন মিনারেল মেকাপ এবং এটি একটি সেলিব্রিটি মিনারেল মেকাপ প্রোডাক্ট এবং হাই এন্ড ফিনিশিং ও কভারেজের জন্য বিখ্যাত। এটি অন্যান্য মিনারেল মেকাপের চেয়ে একটু দামি। এটি ২৮০০-৩৮০০ এর মধ্যে পাওয়া যাবে।

লিখেছেনঃ আনিকা আজহার

ছবিঃ  ইবে.কম, মিসাবিউটি.কম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort