চুলের আগা ফেটে বিশ্রী অবস্থা! - Shajgoj

চুলের আগা ফেটে বিশ্রী অবস্থা!

hair

যারা চুল বড় রাখতে পছন্দ করেন তারা অনেক সময় চুল পার্লারে কাটতে চান না। কারণ পার্লারে গেলেই চুল প্রয়োজনের তুলনায় অনেকখানি কেটে ফেলা হয়। আবার চুল বেশি ফেটে গেলেও খারাপ লাগে।

তাই শুধু ফাটা চুল ছেটে ফেলার জন্য পার্লারে যাওয়ার দরকার নেই, ঘরেই সহজে আর ঝটপট চুল ট্রিম করে নিতে পারেন। চলুন পদ্ধতিগুলো জেনে নিই-

পদ্ধতি ১

  • প্রথমে সব চুল আঁচড়িয়ে একসাথে সামনের দিকে নিয়ে রাবার ব্যান্ডের সাহায্যে আটকে নিন।
  • কাঁচির সাহায্যে চুলের আগা আয়নায় দেখে দেখে সমান করে কেটে নিন। আপনার যতটুক প্রয়োজন ততটুক কেটে নিন।

নিচের ছবিটির মতো চেষ্টা করুন-

hair 1

পদ্ধতি ২

  • প্রথমে সব চুল একসাথে আঁচড়িয়ে মাথার মাঝখানে ঝুটির মতো করে বেঁধে নিন।
  • এরপর সমান করে কাঁচি দিয়ে চুলের আগা কেটে নিন।
  • শেষে চুলের নিচের দিকে কাঁচি দিয়ে হালকা করে আগা কেটে নিন।

নিচে ছবি দেয়া হলো-

hair 2

 

পদ্ধতি ৩

  • চুল সব আঁচড়িয়ে নিন। অল্প অল্প চুল নিয়ে পেচিয়ে নিন।
  • এবার দেখুন চুল পেচানোর পর বাইরের দিতে আগা ফাটা চুল বের হয়ে আছে, এগুলো কেটে ফেলুন।

[picture]

  • তারপর নিচের দিকের চুল গুলো হালকা করে কাঁচি দিয়ে কেটে নিন।
  • এভাবে সব চুল অল্প অল্প করে নিয়ে কাটুন।

নিচে ছবি দেয়া হলো-

 

hair 4hair 3

 

ছবি – এক্সোভেইন.কম

লিখেছেন – সোহানা  মোরশেদ

 

17 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort