চুলের ধরন বুঝে শ্যাম্পু - Shajgoj

চুলের ধরন বুঝে শ্যাম্পু

Shampoo-Collage

চুল সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। আর তাই চুলের সঠিক পরিচর্যা নেয়া বিউটি রুটিনের খুব প্রয়োজনীয় একটা অংশ। চুলের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি চলে আসে তা হচ্ছে শ্যাম্পু। কারণ প্রতিদিনের ধুলোবালি, ময়লা থেকে চুল পরিষ্কার করতে এবং সহজেই চুলে আকর্ষণীয় ভাব নিয়ে আসতে শ্যাম্পুর কোন জুড়ি নেই। বাজারে বিভিন্ন রকমের শ্যাম্পু রয়েছে। চুলের ধরন বুঝে বেছে নিতে হবে কোন শ্যাম্পু আপনার চুলে সঠিক ভাবে মানিয়ে যাবে। বিভিন্ন রকমের শ্যাম্পুর মধ্যে রয়েছে মেডিকেটেড, নরমাল, মাইলড শ্যাম্পু ইত্যাদি।

[picture]

মেডিকেটেড শ্যাম্পুঃ

এ ধরনের শ্যাম্পুতে রয়েছে বিভিন্ন স্পেশাল উপাদান যা চুলের এবং স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। অতিরিক্ত খুশকি বা উকুনের উপদ্রব থেকে রক্ষা পেতে বা স্ক্যাল্প সম্পর্কিত যেকোন সমস্যায় এই শ্যাম্পু ব্যবহার করা হয়। The Body Shop Ginger Anti-Dandruff Shampoo, Head & Shoulders Citrus Breeze Shampoo, Garnier Fructis Fortifying – Anti Dandruff ইত্যাদি হচ্ছে মেডিকেটেড শ্যাম্পু।

নরমাল শ্যাম্পুঃ

এ ধরনের শ্যাম্পুর কোন বিশেষত্ব নেই। রেগুলার চুল ধোওয়ার কাজে ব্যবহার করা যায়। এটি স্ক্যাল্প বা চুলের কোন সমস্যার জন্য নয় বরং চুলে বা স্ক্যাল্পে আটকে থাকা বিভিন্ন ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। নরমাল শ্যাম্পুর মধ্যে রয়েছে Pantene Pro-V classic, Garnier Fructis Normal ইত্যাদি।

মাইলড শ্যাম্পুঃ

এ ধরনের শ্যাম্পুতে চুলের জন্য ক্ষতিকর কোন উপাদান যেমন সালফেট, প্যারাবিন ইত্যাদি থাকে না। এই শ্যাম্পু গুলো সাধারণত ন্যাচারাল এবং অরগ্যানিক হয়ে থাকে। যাদের স্ক্যাল্প সেনসিটিভ তাদের জন্য এই শ্যাম্পু উপকারী। Johnson’s Baby Shampoo, loreal’s smooth intense shampoo সহ Dove রেঞ্জের কিছু শ্যাম্পু রয়েছে যেগুলো মাইলড শ্যাম্পু।

আসুন এখন জানা যাক কোন ধরনের চুলে কোন শ্যাম্পু ব্যবহার করবেন।

নরমাল চুলের শ্যাম্পুঃ

চুলে যদি কোন রুক্ষ ভাব বা অতিরিক্ত তেল চিটচিটে ভাব না থাকে অথবা চুলের ময়েশ্চার ঠিক পরিমাণে থাকে তাহলে বুঝতে হবে আপনার চুল নরমাল। যাদের চুল নরমাল তারা সাধারণত সব ধরনের শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। তারপরেও এমন শ্যাম্পু বাছাই করুন যা চুলে পুষ্টি জুগিয়ে একে আরও নরম এবং ঝরঝরে করে তোলে।

-Garnier Fructis Normal Hair Fortifying ( দাম পড়বে ২০০-৩০০ টাকার মধ্যে)

-Sunsilk Stunning Black Shine – Shampoo ( দাম পড়বে ১৫০-২০০ টাকার মধ্যে)

-Pantene Pro-V classic: ( দাম পড়বে ৩৫০-৫০০ টাকার মধ্যে)

-Dove Daily Shine Shampoo ( দাম পড়বে ৩০০-৪০০ টাকার মধ্যে)

TRESemme Smooth & Shine Shampoo ( দাম পড়বে ২০০-২৫০ টাকার মধ্যে)

-Pantene Pro V Silky Smooth Care Shampoo ( দাম পড়বে ৫০০-৬০০ টাকার মধ্যে)

-Aveeno Pure Renewal Shampoo : ($6.49 অনলাইন অর্ডার করতে হবে)

-L’Oréal Professionnel Mythic Oil Nourishing Shampoo: ( $27 অনলাইন অর্ডার করতে হবে)

শুষ্ক চুলের শ্যাম্পুঃ

শুষ্ক চুলের প্রধান লক্ষণই হচ্ছে ড্যামেজ। তাই চুলের শুষ্কতা এবং ড্যামেজ সারাতে এমন শ্যাম্পু বাছাই করা চাই যা চুলকে ভালো মতো পরিষ্কার করে ময়েশ্চার করার সাথে সাথে চুলের স্বাস্থ্য সংরক্ষণ করে। এ ধরনের চুলের জন্য ক্রিমি টাইপের শ্যাম্পু ব্যবহার করুন। আর অবশ্যই নিয়মিত কনডিশনার ব্যবহার করতে হবে।

-Pantene Total Damage Care Shampoo ( দাম পড়বে ৫০০-৬০০ টাকার মধ্যে)

-Garnier Fructis Strengthening Goodbye Damage Shampoo ( দাম পড়বে ২৫০-৩৫০টাকার মধ্যে)

-Aveda Dry Remedy Moisturizing Shampoo ($24, অনলাইন অর্ডার করতে হবে)

-Dove Damage Therapy Daily Shine Shampoo ( দাম পড়বে ২০০-৪০০ টাকার মধ্যে)

– Sunsilk Velvety Soft: ( দাম পড়বে ২০০-৩০০টাকার মধ্যে)

-Loreal Paris Smooth Intense Smoothing Shampoo ( দাম পড়বে ২০০-৩০০ টাকার মধ্যে)

-Loreal Paris Total Repair 5 Repairing Shampoo ( দাম পড়বে ২৫০-৩৫০ টাকার মধ্যে)

তৈলাক্ত চুলের শ্যাম্পুঃ

তৈলাক্ত চুলে সবসময়ই একটা তেল চিটচিটে ভাব থাকে। আর তাই এ ধরনের চুলের ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে শ্যাম্পু কিনতে হবে। এছাড়াও তৈলাক্ত চুলে প্রতিদিন শ্যাম্পু করলে অতিরিক্ত তেল থেকে কিছুটা রক্ষা পাওয়া সম্ভব। তৈলাক্ত চুলে যেসব শ্যাম্পু ব্যবহার করতে পারেন সেগুলো হল-

-Dove Nourishing Oil Care Shampoo ( দাম পড়বে ৪৫০-৫৫০ টাকার মধ্যে)

-Himalaya Protein Shampoo: ( দাম পড়বে ৩০০- ৪৫০ টাকার মধ্যে)

– Pantene Lively Clean Shampoo: ( দাম পড়বে ২০০-৩০০ টাকার মধ্যে)

– Biotique Bio Green Apple Fresh Daily Purifying Shampoo ( দাম পড়বে ২৫০-৩৫০ টাকার মধ্যে)

খুশকি রোধেঃ

চুলের খুশকি নিয়ে অনেকেরই অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এ ধরনের চুলে যেন তেন শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। এক্ষেত্রে মেডিকেটেড বা খুশকি রোধ করার জন্য যেসব শ্যাম্পু বাজারে রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে।

-Garnier Fructis Fortifying – Anti Dandruff ( দাম পড়বে ৩৫০-৪০০ টাকার মধ্যে)

-Himalaya Anti-Dandruff Soothing ( দাম পড়বে ১৫০-২৫০ টাকার মধ্যে)

-Head & Shoulders Lemon Fresh Shampoo ( দাম পড়বে ৫০০-৬০০ টাকার মধ্যে)

-The Body Shop Ginger Anti-Dandruff Shampoo,( $7.00 অনলাইন অর্ডার করতে হবে)

-Head & Shoulders Citrus Breeze Shampoo, ($5.79 অনলাইন অর্ডার করতে হবে )

-Neutrogena T/Gel Daily Control 2-in-1 Dandruff Shampoo Plus Conditioner, ($6.99 অনলাইন অর্ডার করতে হবে)

আগা ফাটা রোধেঃ

চুলের আগা ফাটা রোধের জন্য স্পেশালি কিছু শ্যাম্পু রয়েছে। এছাড়াও কয়েক মাস পর পর চুলের আগা কাটার মাধ্যমে আগা ফাটা এড়িয়ে চলা সম্ভব। এর পাশাপাশি আগা ফাটা রোধের জন্য নীচের শ্যাম্পু গুলো ব্যবহার করতে পারেন।

-Herbal Essences beautiful ends ( দাম পড়বে ৩০০-৪০০ টাকার মধ্যে)

-Dove Split End Rescue Shampoo ( দাম পড়বে ২৫০-৩০০ টাকার মধ্যে)

– Pantene everlasting ends shampoo ( দাম পড়বে ৩৫০-৫০০ টাকার মধ্যে)

-TRESemme Split Remedy Split End Shampoo ( দাম পড়বে ৫৫০-৮০০ টাকার মধ্যে)

বাচ্চাদের শ্যাম্পুঃ

যেহেতু বাচ্চাদের ত্বক এবং স্ক্যাল্প খুব কোমল ও সেনসিটিভ হয়ে থাকে তাই বাচ্চাদের জন্য বিশেষ ভাবে শ্যাম্পু তৈরি করা হয় যার মধ্যে বড়দের শ্যাম্পুর মতো ক্ষতিকর কোন উপাদান থাকে না। তাই যাদের স্ক্যাল্প সেনসিটিভ অনেক সময় তারাও বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বাংলাদেশে যেসব বেবি শ্যাম্পু পাওয়া যায় তার মধ্যে রয়েছে Johnson’s baby shampoo দাম পড়বে ৪০০ টাকার মতো, Meril Baby shampoo দাম পড়বে ১২৫-১৫০ টাকার মধ্যে, Himalaya Gentle Baby Shampoo দাম পড়বে ২০০-২৫০ টাকার মধ্যে। আর যদি বাইরে থেকে আনাতে পারেন তাহলে এই বেবি শ্যাম্পু গুলো বাচ্চাদের জন্য ভালো হবে-

-Aveeno Baby Gentle Conditioning Shampoo ($4.16)

– Huggies Tear Free Baby Shampoo Extra Sensitive ($17.10)

-Earth Mama Angel Baby ($4.95)

-Lafe’s Organic Baby Shampoo and Gentle Wash ($15)

এছাড়াও নীচের বিষয় গুলো খেয়াল রাখবেনঃ

-শ্যাম্পুর বাইরের চাকচিক্য দেখে বা সুগন্ধে আকর্ষিত না হয়ে প্রথমেই দেখে নিন এতে Methylisothiazoline (MIT), Sodium Lauryl Sulfate (SLS), Parabens এই জিনিস গুলো আছে কিনা। এই উপাদান গুলো আমাদের দেহ এবং চুল সবকিছুর জন্য-ই ক্ষতিকর। আজকাল বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের শ্যাম্পু গুলোর মধ্যেও এই ক্ষতিকারক উপাদানগুলো রয়েছে। তাই শ্যাম্পু কেনার সময় এই বিষয় গুলো খেয়াল রাখবেন।

– শ্যাম্পু দেয়ার পর চুল ভালো মতো ধুয়ে ফেলবেন। চুলে শ্যাম্পু থেকে গেলে অনেক সময় তা থেকে চুল ঝরা শুরু হয়।

লিখেছেনঃ নাহার

ছবিঃ ব্যাকড্রপ্সবিউটিফুল.কম

15 I like it
3 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort