কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা - Shajgoj

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

A1

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায় বা করা যায়, কার্লি চুলের ক্ষেত্রে তা সম্ভব হয় না। সাজগোজের অনেকেই কার্লি চুল বাঁধার কিছু হেয়ার স্টাইল সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদের জন্য তাই আজকে কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা বাঁধার স্টাইল ধাপে ধাপে দেয়া হলো –

হেয়ার স্টাইল ১

– প্রথমেই সামনের কিছু চুল নিয়ে সেটা খোঁপার মত শেষ পর্যন্ত পেঁচিয়ে নিন। চাইলে প্রথমে ইলাস্টিকের ব্যান্ড দিয়ে চুল গুলো আটকে নিতে পারেন। এতে খোঁপাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চুল পেঁচানোর পর ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিন। ক্লিপ চুলের নিচ দিয়ে এমন ভাবে আটকে নেবেন যাতে তা দেখা না যায়।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy.jpg

 

– ঠিক একই ভাবে চুলের দ্বিতীয় ভাগ নিয়ে পেঁচিয়ে চুলের শেষ প্রান্ত ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিন যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy (3).jpg

– এভাবে আপনার চুলের লম্বা ও ঘন অনুযায়ী ৪-৫ টি ছোট ছোট খোঁপা করুন। খোঁপাগুলো ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিবেন এবং সব খোঁপা হয়ে যাওয়ার পর হেয়ার স্প্রে করবেন। এতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy (5).jpg

– খুবই সুন্দর এবং ক্লাসি এই হেয়ার স্টাইলটি যেকোন অনুষ্ঠানে বা পার্টিতে করে যেতে পারেন। খোঁপাটিকে আরও গর্জিয়াস করে তুলতে এর পাশে কিছু ফুল গুঁজে দিতে পারেন।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy (2).jpg

হেয়ার স্টাইল ২

– এই স্টাইলটি করতে প্রথমে চুল ভালো মতো আঁচড়ে নিন। এরপর চুলের একপাশ থেকে কিছু চুল নিয়ে পেছনের দিকে এনে ধীরে ধীরে প্যাঁচাতে থাকুন। প্যাঁচানো শেষ হলে খোঁপার মত করে নিয়ে চুল ক্লিপ দিয়ে আটকে নিন।  C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo - Copy (2).jpg

– এবার মাথার অপর পাশের কিছু চুল নিয়ে একই ভাবে পেঁচিয়ে শেষে ক্লিপ দিয়ে আটকে নিন। এই পদ্ধতি অনুসরণ করে নিচের চুল গুলোর কিছু কিছু নিয়ে প্যাঁচাতে থাকুন এবং ছোট খোঁপার মত করে ক্লিপ দিয়ে আটকান।

C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo - Copy (3).jpg

– তবে একটি কথা মাথায় রাখবেন এক পাশের চুল প্যাঁচানোর পরপরই অন্য পাশের সমান পরিমাণ চুল নিয়ে এভাবে প্যাঁচাবেন। আর অবশ্যই বিপরীত পাশের দুটি খোঁপা যাতে একটা আরেকটার সমান হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর খোঁপাগুলো উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে ছোট থেকে বড় হলে দেখতে সুন্দর লাগবে।    C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo - Copy (4).jpg

– একদম নিচের দিকে যদি কিছু চুল থাকে তবে তা পেঁচিয়ে ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে নিন এবং প্যাঁচানো চুলগুলোতে হেয়ার স্প্রে করুন। খুব সহজ এই খোঁপাটি প্রতিদিন অফিস বা ইউনিভার্সিটি তে করে যেতে পারেন।  C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo.jpg

হেয়ার স্টাইল ৩

– মাথার একপাশ থেকে চুল নিয়ে বেণী করা শুরু করুন। বেণীটা সাইড দিয়ে হবে তবে মাথার সব চুল নিয়েই বেণীটা করতে হবে।

 C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (2).jpg

 

– বেণী করার প্রত্যেকটা ধাপে মাথার দুইপাশের চুল সমান পরিমাণে নিয়ে বেণী করে যাবেন।

 C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (3).jpg

– বেণীটা করার সময় তা যাতে মাথার এক সাইড দিয়ে হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (4).jpg

 

– একদম শেষ পর্যন্ত বেণী করে ইলাস্টিকের ব্যান্ড দিয়ে বেণীটা আটকে নিন। বেণীটা আরও সুন্দর ও আকর্ষণীয় দেখাতে পুরোটা বেণীর দুই পাশের কিছু চুল হালকা করে টান দিন।

C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (5).jpg

– এবার বেণীটা ছবির মত করে খোঁপার মত পেঁচিয়ে ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিন। যাদের চুল বেশ লম্বা তারা এই

স্টাইলটি ট্রাই করে দেখতে পারেন।

  C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (6).jpg

লিখেছেনঃ নাহার

ছবিঃ হেয়াররোমান্স.কম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort