কী রাখবেন মেকাপ বাক্সে? - Shajgoj

কী রাখবেন মেকাপ বাক্সে?

munmun

কনসিলার (Concealer)

চোখের নিচের কালোদাগ, মেছতা, ব্রণের দাগ  বা ব্লেমিস ঢাকতে পারে এমন কোন ক্রিমি ফরমুলার কনসিলার বাছাই করুন।

ফাউন্ডেশন (Foundation)

ত্বকে আন ইভেন স্কিনটোন বা ডিসকালারেশন থাকলে মেকাপ দেবার আগে ফাউন্ডেশন দিয়ে নেয়া ভাল। তবে ফাউন্ডেশন কেনায় যত্নবান হোন। ত্বকের রংয়ের সাথে ফাউন্ডেশন ম্যাচ করাটা জরুরী ।

make up kit

ব্লাশ (Blush)

আপনার চিক কে আকর্ষনীয় করতেএকটু ওয়ার্ম টোনের ব্লাশন ব্যবহার করুন।

ট্রান্সলুসেন্ট পাউডার(Translucent powder)

মেকাপ ভালভাবে বসাতে ও উজ্বলতা নিয়ন্ত্রণের জন্যে ট্রন্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন।

মাসকার(Mascara)

আই ল্যাসকে গাঁঢ় ও ঘন  করতে মাসকারা অবশ্যই লাগবে। সব সময় ব্যবহারের জন্য কালো বা ডার্ক ব্রাউন রংএর মাসকারা কাছে রাখতে পারেন।

আই শ্যাডো (eye shadow)

yellowish-brown বা gray with a tinge of brown এর আই শ্যাডো মোটামুটি সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়।

আই লাইনার (Eye liner)

একটু গাঁঢ় শেডের আই শ্যডোকে আই লাইনার হিসেবে ব্যবহার করা যায়। ভালো করে চোখ আঁকতে কালো বা গাঁঢ় বাদামী রংয়ের পেন্সিল ব্যবহার করা যেতে পারে।

লিপস্টিক (Lipstick)

পোশাকের রং ও রুচিভেদে লিপস্টিকের রং নির্বাচন করুন।

আরো যা যা লাগবে

  • ফ্ল্যফি পাউডার ব্রাশ
  • ব্লাসের ব্রাশ
  • আই শ্যাডো ব্রাশ
  • আই লাইনার ব্রাশ
  • টুইজার

 

 

লিখেছেনঃ সিনথিয়া 

মডেলঃ মুনমুন 

 

 

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort