ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স - Shajgoj

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

mbwipe5

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই  কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাজুগুজু করে নিজেকে সুন্দর দেখালেন এবং সবার প্রশংসা কুড়ালেন, কিন্তু বাসায় এসে মেকাপ না তুলেই শুয়ে পড়লেন। আর পরের দিন ঘুম থেকে উঠলেন পিম্পল/ স্কিন প্রব্লেম নিয়ে! তাই মেকাপ পুরোপুরিভাবে  রিমুভ করা খুবই জরুরী। মেকাপ রিমুভিং এর জন্য অনেক ধরণের পদ্ধতি রয়েছে। কিন্তু, সবচেয়ে সহজ পদ্ধতি হলো মেকাপ রিমুভিং ওয়াইপ্স এর মাধ্যমে মেকাপ রিমুভ করা। 

[picture]

আপনি যদি দিনশেষে বাসায় ফিরে ক্লান্তও থাকেন, তবুও মেকাপ রিমুভিং ওয়াইপ্সের মাধ্যমে চটজলদি মেকাপ রিমুভ করে ফেলতে পারবেন। বাজারে অনেক ব্রান্ডের মেকাপ রিমুভিং ওয়াইপস রয়েছে।  কিন্তু যারা কেমিক্যাল ফ্রি এবং কম খরচে মেকাপ রিমুভিং ওয়াইপস চান, তারা ঘরেই এটি বানিয়ে নিতে পারবেন।

কীভাবে? চলুন জেনে নিই। আগে জেনে নেয়া যাক ঘরোয়া মেকাপ রিমুভিং ওয়াইপ্স তৈরির জন্য আমাদের কী কী লাগছে- 

(১) ফুটানো গরম পানি হাফ কাপ

(২)গ্রিন টি ব্যাগ ১ টি (গ্রিন টি আমাদের স্কিন ক্লিঞ্জিং, টোনিং এবং টাইটেনিং এ সাহায্য করে।)

(৩) অলিভ অয়েল দেড় চা চামচ (অলিভ অয়েল স্কিনের কোন রকম ক্ষতি না করেই মেকাপকে তুলে আনতে সাহায্য করে। এটি স্কিনকে নারিশ এবং ময়েশ্চারাইজ করে।)

(৪) ভিটামিন ই অয়েল হাফ চা চামচ (ভিটামিন ই অয়েল স্কিনকে নারিশ এবং রেডিয়েন্ট করে তোলে।)

(৫) অ্যালোভেরা জেল ২ চা চামচ (অ্যালোভেরা জেল স্কিন থেকে মেকাপ প্রোডাক্টস তুলে ফেলতে সাহায্য করে।)

(৬) টিস্যু পেপার ১০ টি

(৭) একটি ঢাকনাসহ পরিষ্কার প্লাস্টিক/ কাচের জার 

যেভাবে বানাবেন মেকাপ রিমুভিং ওয়াইপ্স:

– প্রথমে একটি পাত্রে হাফ কাপ পরিমান গরম পানি নিয়ে এর মধ্যে গ্রিন টি ব্যাগটি দিয়ে দিন এবং এটি ১০-১৫ মিনিটের জন্যে রেখে দিন। 

– এবার একটি টিস্যু পেপার নিয়ে এটি মাঝখান দিয়ে ভাজ করে নিন এবং এরপর এক সাইড দিয়ে আরো ২-৩ টি ভাজ করে নিন। তবে ভাজ আপনার ইচ্ছা মতোই করে নিতে পারেন। কিন্তু একটু বড় করে ভাজ করলেই ভালো হয়। টিস্যু পেপারগুলো একটি জারে একটার উপর আর একটা রেখে সাজিয়ে নিন।

– ১৫ মিনিট পর গ্রিন টি ওয়াটার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটি তুলে নিন।

– এর মধ্যে দেড় চা চামচ অলিভ অয়েল, হাফ চা চামচ ভিটামিন ই অয়েল এবং ২ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে অ্যালোভেরা জেল গ্রিন টি ওয়াটারের সাথে পুরোপুরিভাবে মিশে যায়।

–  একটি স্পুনের সাহায্যে পুরো মিশ্রণটি, যে জারে টিস্যু পেপারগুলো রেখেছিলেন সেই টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিন। 

– এরপর জারটি ঢাকনার সাহায্যে বন্ধ করে ১ ঘন্টা রেখে দিন। ব্যস, আপনার মেকাপ রিমুভিং ওয়াইপ্স ব্যবহারের জন্যে তৈরি। এই ওয়াইপ্সগুলো  ১০-১৫ দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।

যেভাবে মেকাপ ওয়াইপ্সের  সাহায্যে মেকাপ রিমুভ করবেন:

  • একটি ওয়াইপ্সের নিন। এবার এটি নিয়ে আপনার মুখের মেকাপের উপর আস্তে আস্তে রাব করুন। দেখবেন আপনার সব মেকাপ উঠে আসছে। 
  • এভাবে মুখের পুরো মেকাপ তুলে নিন। 
  • এরপর আপনি চাইলে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

ছবি – ব্লগ ডট ফ্রিপিপল ডট কম

লিখেছেন – জান্নাতুল মৌ 

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort