শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে পারফেক্ট ক্লেনজার সম্পর্কে জানা আছে কি?

শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে পারফেক্ট ক্লেনজার সম্পর্কে জানা আছে কি?

ক্লেনজার - shajgoj.com

ত্বকের পরিচর্যায় ক্লেনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং খুবই গুরুত্বপূর্ণ, একথা তো আমরা সবাই জানি। কিন্তু ত্বকের ধরণ অনুযায়ী কোনটি আমাদের ত্বকের জন্য উপযোগী তা অনেকেই বুঝতে পারে না। ফলে অনেক সময় ভুল প্রসাধনী ব্যবহার করে ত্বকের মারাত্বক ক্ষতি করে বসেন। তাই হাজার প্রসাধনীর ভিড়ে সঠিক প্রসাধনী বেছে নেয়াটা অত্যন্ত জরুরী। এক্ষেত্রে আমার প্রথম পছন্দ বডিশপের ক্লেনজার, টোনার ও ময়েশ্চারাইজার। কেননা ত্বকের বিভিন্ন ধরণ (শুষ্ক, তৈলাক্ত, মিশ্র) ও সমস্যা (ব্রণ কিংবা সংবেদনশীল ত্বক) অনুযায়ী বডি শপ থেকে খুব সহজেই খুঁজে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রসাধনী। আজকে আমি আপনাদের সাথে বডিশপের ভিটামিন ই ক্রিম ক্লেনজারটি নিয়ে কথা বলবো।

বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার

বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার - shajgoj.com

নাম শুনেই বুঝতে পারছেন যে এটি মূলত ক্রিম বেজের ক্লেনজার। এতে রয়েছে সোয়া অয়েল ও শিয়া বাটারের নির্যাস যা ত্বককে শুধু পরিষ্কারই করে না, করে তোলে কোমল ও মসৃণ। এটি ত্বক থেকে ধুলো ময়লা দূর করে ত্বকের লাবণ্য ধরে রাখে। শুধু তাই নয়, যে কোন হালকা থেকে ফুল কাভারেজ মেকআপ তুলতেও এই ক্লেনজারটির জুড়ি নেই। পরিমাণে অল্প লাগে তাই অনেকদিন ধরেই ব্যবহার করা যায়।

দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার প্যাকেজিং ও টেক্সচার  

হালকা গোলাপী রঙের প্লাস্টিক বোতলে থাকে বলে খুব সহজেই যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। এছাড়া এর ক্যাপে ছোট নজল লাগানো আছে। ফলে ব্যবহারের সময় বেশি পড়ে যাবার ভয় নেই। ক্লেনজারটির আর যে দিকটি আমার সবচেয়ে ভাল লেগেছে তা হলো এর গন্ধ। ক্যাপ খুললেই খুব হালকা মিষ্টি বেবি লোশনের মত একটা গন্ধ নাকে এসে লাগে যা আমার ভীষণ পছন্দ। ক্লেনজারটি খুব বেশী ঘন বা একেবারেই পাতলা নয়। ফলে ব্যবহার করার সময় খুব সহজেই ত্বকের সাথে মিশে গিয়ে ত্বকে লেগে থাকা ধুলা ময়লা তুলে নেয়। অনেক সময় দেখা যায় ক্লেনজার ব্যবহারের পর ত্বক অনেকটা রুক্ষ হয়ে যায়। এদিক থেকে এই ক্লেনজারটি একদম ব্যতিক্রম। ক্লেনজিং এর পরে ত্বকে যেন আর্দ্রতার আরও একটু পরত দিয়ে যায়। ত্বককে করে তোলে দীপ্তিময়। তাই যারা স্বাভাবিক থেকে শুষ্ক ত্বকের অধিকারী তাদের জন্য এই ক্লেনজারটি একদম মানানসই। তবে যাদের ত্বক তৈলাক্ত বা মিশ্র তাদের জন্য এই ক্লেনজারটি উপযোগী নয়।

দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার প্যাকেজিং ও টেক্সচার - shajgoj.com

ব্যবহারবিধী 

পরিমাণমতো বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার হাতের তালুতে নিয়ে সারা মুখে ও গলায় ভালোভাবে ২-৩ মিনিট ধরে ম্যাসাজ করুন। এরপর ভেজা তুলার প্যাডের সাহায্যে মুছে ফেলুন। অনেকেই ক্লেনজার ব্যবহারের পর ফেইসওয়াশের মত পানি দিয়ে ধুয়ে ফেলে। এতে ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়। ক্লেনজারের সবটুকু উপকারীতা পাওয়া যায় না। তাই এটা একদমই করা যাবে না। আর ক্লেনজার ব্যবহারের পর অবশ্যই টোনার এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন।

দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজার কেনার আগে অবশ্যই দেখে নিবেন পন্যটি আসল কি না। আমি যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম থেকে কিনেছি। এদের অনলাইন শপেও অর্ডার করতে পারেন। তাই আর দেড়ি না করে আজই আপনার ত্বকের পরিচর্যার জন্য দি বডি শপ ভিটামিন ই ক্রিম ক্লেনজারটি নিতে ভুল করবেন না যেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; পুনিকামেকআপ.কম

13 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort