গরমের দিনের পার্টি সাজ - Shajgoj

গরমের দিনের পার্টি সাজ

article-image

গ্রীষ্মকালের গরম আবহাওয়া এবং অতিরিক্ত ঘামের জন্য মেকাপ স্থায়ী করা কষ্টসাধ্য ব্যাপার। তাই আসুন আজ জেনে নি কিরকম হবে গরমের দিনের সাজগোজ।

পূর্ব প্রস্তুতিঃ

মেকআপ করার আগে প্রয়োজন ত্বকের সঠিক প্রস্তুতি। যারা গ্রীষ্মে কোন অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা করছেন, অনুষ্ঠানের ২-৩ দিন আগে একবার ফেসিয়াল করে ফেলুন। এতে আপনি যখন মেকআপ করবেন, তখন তা সুন্দরভাবে আপনার ত্বকের সাথে মিশে যাবে।

অনুষ্ঠানের দিনের প্রস্তুতিঃ

  • কোনরকম মেকআপ করার আগে মুখ ফেসিয়াল ক্লিন্সার দিয়ে ধুয়ে মুখে বারবার ঠাণ্ডা পানির ঝাপটা দিন।
  • এরপর মুখ আলতো করে মুছে নিয়ে উচ্চ এস পি এফ সম্পন্ন একটি ভাল মানের সানস্ক্রিন ব্যবহার করুন। এতে গ্রীষ্মের কড়া রোদেও আপনার ত্বক সুরক্ষিত থাকবে।
  • ভারী ক্রিম বা লিকুইড ফাউন্ডেশন ব্যবহার না করে বেছে নিন “টিনটেড ময়েশ্চারাইজার”। একটি ভেজা স্পঞ্জ দিয়ে ত্বকের সাথে তা ভালভাবে মিশিয়ে নিন। চোখের নিচের কালো দাগ ঢাকার জন্য হালকা করে কনসিলার ব্যবহার করুন। এরপর মুখের মেকআপ সেট করার জন্য হালকা করে বুলিয়ে নিন লুস ফেসিয়াল পাউডার। গালে বুলিয়ে নিন হালকা গোলাপী রঙের ব্লাশ। হয়ে গেল আপনার মেকআপ এর বেস।
  • দিনের বেলা চোখের সাজের জন্য গ্লিটার বা শিমার জাতীয় আইশ্যাডো এড়িয়ে চলুন, বরং বেছে নিন ম্যাট জাতীয় আইশ্যাডো। প্রথমে আই-প্রাইমার ব্যবহার করুন। এতে চোখের সাজ অনেকক্ষণ স্থায়ী হবে। আই-প্রাইমার না থাকলে চোখের উপরের পাতায় হালকা করে কনসিলার ব্যবহার করে লুস পাউডার দিয়ে সেট করে নিন।
  • চোখের মেকআপের রঙ নির্বাচনের জন্য আপনার পোশাকের রঙ কে প্রাধান্য দিন। বাদামী, টপ (Taupe), ক্রিম রঙের আইশ্যাডোদিয়ে স্মোকি লুক নিয়ে আসুন। পোশাকে অনেক রঙের সমারোহ থাকলে চোখে বুলিয়ে নিন আপনার পছন্দের কালো কাজল এবং মাশকারা। লক্ষ্য রাখুন যাতে এগুলো ওয়াটারপ্রুফ হয়।
  • ঠোঁটের জন্য ব্যবহার করতে পারেন লিপ-টিন্ট – এগুলোর রঙ অনেকক্ষণ স্থায়ী হয়। এছাড়া ব্যবহার করতে পারেন আপনার পছন্দের রঙের লিপস্টিক।
  • সব শেষে ব্যবহার করুন “ makeup setting spray “ ।

 চুলঃ

 গরমে খোলা চুলের স্টাইল বজায় রাখা কষ্টকর। তাই বেছে নিন আপনার পছন্দের কোন খোঁপা বা বেণী। আর তারমধ্যে লাগিয়ে নিন আপনার পছন্দের ফুলটি।

সাজ হবে আপনার নিজ রুচি ও সামর্থ্য মত। আপনি যে সাজই বেছে নিন না কেন, অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে ভুলবেন না কিন্তু!

লিখেছেনঃ ডাঃ ওয়াসিফা আহম্মদ

মডেলঃ   ডাঃ ওয়াসিফা আহম্মদ

8 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort