মিন্ট-গ্রিন ও ব্রাউন আই - Shajgoj

মিন্ট-গ্রিন ও ব্রাউন আই

Tamanna 1

আজকের মেকআপটি গরমকালের জন্য বেশ ভালো। চোখে কোমল কিছু রঙের ব্যবহার আপনার সাজকে আরও স্নিগ্ধ করে তুলবে। যেকোনো পার্টিতে পোশাকের সাথে মানিয়ে খুব ঝটপট এই সাজটি করে ফেলতে পারেন। সাজটিকে আরও গ্লামারাস করে তুলতে চাইলে পরতে পারেন ফলস-আইল্যাস আর সাজটিকে আরও কিছুটা কোমল করতে গোলাপি শেডের লিপস্টিকের বদলে পরতে পারেন যেকোনো ন্যুড লিপস্টিক।

চোখের সাজের ধাপঃ

1

প্রথমে আইশ্যাডো প্রাইমার দিয়ে চোখের পাতা প্রাইম করে নিন। এরপর হালকা হলুদ শ্যাডো চোখের ভাঁজে লাগান।

 2

চোখের পাতার মাঝের অংশ খালি রেখে দুই কোনায় হালকা এ্যাশ রঙের শ্যাডো লাগিয়ে নিন।

 3

এবার মিন্ট-গ্রিন শ্যাডো দিয়ে মাঝের অংশ ভরাট করুন এবং তা এ্যাশ রঙের সাথে মিলিয়ে দিন।

 4

ব্রাউন বা টোপ রঙের শ্যাডো দিয়ে চোখের ভাঁজ গাঢ় করে নিন এবং ব্রাউ-বোন হালকা গোল্ডেন শ্যাডো দিয়া হাইলাইট করুন। এরপর সব রঙ গুলো সুন্দর করে ব্লেন্ড করে নিন। 

 5

চোখের নিচে বাইরের থেকে ২/৩অংশ ব্রাউন শ্যাডো দিয়ে লাইন করুন ও ভিতরের কোনে হালকা গোলাপি রঙ দিন।

 6

এবার আইলাইনারের পালা। পছন্দমতো লাইনার দিয়ে চোখের পাতা লাইন করে নিন।

 7

সব শেষে দু-এক পরত মাস্কারা লাগিয়ে নিন। 

যে প্রোডাক্ট গুলো ব্যবহার করা হয়েছেঃ
*Lakme CC Cream
*BHcosmetics 10color concealer palette
*Revlon colorstay powder
*BHcosmetics 10color blush palette
*The Balm mary-lou-manizer
*MUA undress your skin eye primer
*Bhcosmetics 120 eyeshadow palette 2nd edition
*LAsplash spotlight mascara
*BHcosmetics flawless brow trio
*Wet&wild cream eyeliner
*Loreal kajal magique
*LAsplash chubby twist lipstick, rosy

লিখেছেনঃ তামান্না ইসলাম

ছবিঃ গ্রিন স্টোরি

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort