নিখুঁত মেকআপ লুকের জন্য শীতকালে শুষ্ক ত্বকের যত্ন কীভাবে নিবেন?

নিখুঁত মেকআপ লুকের জন্য শীতকালে শুষ্ক ত্বকের যত্ন কীভাবে নিবেন?

winter makeup

শীতকাল! তার ওপর শুষ্ক ত্বক? ফেইসে যেন কোনোভাবেই মেকআপ বসতে চাইছে না! এমন হলে কী করবেন? সমস্যা যেমন আছে তেমনি এই সমস্যার সমাধানও কিন্তু রয়েছে। শীতকালে ত্বকের জন্য প্রয়োজন হয় বাড়তি কিছু যত্নের। যেমন- শীতকালে স্কিন কেয়ার রুটিনে একটি ভালো মানের ময়েশ্চারাইজার থাকা মাস্ট। ঠিক একইভাবে স্কিন কেয়ার রুটিনে কিছু বিষয় খেয়াল রাখলেই স্কিন ও মেকআপ রিলেটেড যেকোনো সমস্যা থেকেই পরিত্রাণ পাওয়া যাবে সহজেই। আজকে আমরা জেনে নিবো শীতকালে শুষ্ক ত্বকের কিছু স্কিন কেয়ার টিপস নিয়ে। এতে আমাদের স্কিন যেমন হেলদি থাকবে, তেমনি মেকআপ করতে যেয়ে যারা নানা রকম সমস্যা ফেইস করেন তাও দূর হবে আশা করছি। চলুন তাহলে জেনে নেই, নিখুঁত মেকআপ লুক পেতে শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার দারুণ কিছু টিপস!

কীভাবে বুঝবেন আপনার স্কিন সুপার ড্রাই? 

  • ত্বক একেবারেই রুক্ষ হয়ে যায়
  • সারাদিনই ত্বক মলিন ও ফ্যাকাশে দেখায়
  • শাওয়ার নেওয়ার পরপর শরীরের ত্বকে টানটান অনুভব হয়
  • অনেক সময় ইচিনেস বা চুলকানোর মত সমস্যা দেখা দেয়
  • অল্প বয়সে বলিরেখা  পড়ে যায় স্কিনে
  • স্কিনে অনেক সময় লালচেভাব দেখা দিতে পারে
  • ডেড স্কিন সেলস পাইল আপ হয়ে থাকে
  • ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়

শীতকালে শুষ্ক ত্বকের যত্নে আমাদের সারাদিনের রুটিনে কিছু পরিবর্তন আনলেই কিন্তু অনেক সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যাবে! চলুন তাহলে জেনে নেই! নিখুঁত মেকআপ লুক পেতে হলে স্কিন কেয়ারের দিকে আগে মন দিতে হবে। স্কিন হেলদি হলেই আপনার মেকআপ লুক হবে ফ্ললেস!

নিখুঁত মেকআপ লুক পেতে শীতকালে শুষ্ক ত্বকের যত্ন

ঘুম থেকে উঠেই যে কাজগুলো করতে ভুলবেন না

১) আমাদের একেক জনের স্কিন টাইপ একেক রকম। তাই প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমাদের স্কিনের ধরন অনুযায়ী ফেইসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে হবে। শীতে ময়েশ্চারাইজিং ফেইস ওয়াশ ইউজ করতে পারলে ভালো।

২) ফেইস প্রোপারলি ক্লিন করা হলে সাথে সাথেই স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে।লাইট ফর্মুলার বা জেল বেইজড ময়েশ্চারাইজার অনেকেই প্রিফার করেন। এতে স্কিনে হেভি ফিল হয় না, তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায়।

৩) শীতকালে শুষ্ক ত্বকের যত্নে স্ক্রাব বা এক্সফোলিয়েটর ইউজ করা মাস্ট। সপ্তাহে অন্তত একবার স্ক্রাবিং করতে হবে। এতে ডেড স্কিন সেলস রিমুভ হয়ে যাবে সহজেই। পাশাপাশি স্কিনের কালচেভাবও কমে আসবে।

 

বের হওয়ার আগে অবশ্যই যা করবেন

শীতকালে সূর্যের আলো খুব বেশি প্রখর হয় না বলে আমরা অনেকেই সানস্ক্রিন ব্যবহারে অনীহা করি। অথচ তখন বুঝতেই পারি না, সামান্য এই অবহেলায় আমরা আমাদের স্কিনের কী পরিমাণ ক্ষতি করছি। তাই,

১) শীতের আরাম আরাম রোদেও সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। সানস্ক্রিন হতে পারে ক্রিম বা লোশন বেইজড, তবে কোনোভাবেই এটি স্কিপ করা যাবে না আমাদের ডে কেয়ার রুটিন থেকে।

২) বাহিরে বের হওয়ার সময় এমন সানস্ক্রিন ব্যবহার করতে চেষ্টা করুন, যাতে অন্তত এসপিএফ ৩০ আছে। সানস্ক্রিন অ্যাপ্লাই করে এরপর বিবি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করুন। এতে ত্বক থাকবে সুরক্ষিত।

 রাতে ঘুমানোর আগে স্কিন কেয়ার

সারাদিন ত্বকের যত্নে যা-ই করি না কেন, ঘুমাতে যাওয়ার আগে স্কিন কেয়ার কোনোভাবেই স্কিপ করা যাবে না।

১) রাতে ভালোভাবে ফেইস ক্লিন করে ফেইসে ডিপ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন।

২) ত্বকের ব্রাইটনেস ধরে রাখতে রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আর ঠোঁটে লিপবাম ব্যবহার করতে কিন্তু ভুলবেন না!

৩) যাদের বয়স ২০ বছরের বেশি তারা নাইট স্কিন কেয়ার রুটিনে নাইট ক্রিম বা সিরাম  ব্যবহার করতে পারেন।

আমরা যারা মেকআপ করতে ভালবাসি, তাদের মধ্যে অনেকেই শীতকালে স্কিনে নানা ধরনের সমস্যা ফেইস করে থাকি। সারাবছর ভালো থাকে স্কিন, কিন্তু শীতকাল আসলেই স্কিনের নানা সমস্যা শুরু হয়! স্কিন কেয়ার রুটিনে জাস্ট কিছু বিষয় খেয়াল রাখলেই এ সমস্যাগুলো থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া এবং মনমতো মেকআপ লুক ক্রিয়েট করতে কোনো অসুবিধা হবে না। ফ্ললেস বা নিখুঁত মেকআপ লুকের জন্য আগে স্কিনকে তো প্রিপেয়ার করে নিতে হবে, তাই না? হেলদি স্কিনে যেকোনো মেকআপ প্রোডাক্ট স্মুথলি বসবে!

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ছবি- সাজগোজ

77 I like it
10 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort