ত্বকের পরিচর্যায় আখের রস | ৫টি ফেইস প্যাকে স্কিন হবে কোমল

ত্বকের পরিচর্যায় আখের রস | ৫টি ফেইস প্যাকে স্কিন হবে কোমল

sugarcane

ত্বকের নানা সমস্যা কমাতে আখের রস দারুণ কাজে আসে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আখের রসের কিছু গুণাগুণ সম্পর্কে। আখে প্রচুর পরিমাণে আলফাহাইড্রক্সি অ্যাসিড থাকে, যা ত্বকের টেক্সচার ভালো করার পাশাপাশি মুখ পরিষ্কার করতে সাহায্য করে। এখানেই শেষ নয়, রোজ যদি আখের রস পান করা বা মুখে লাগানো যায় তাহলে ত্বক খুব নরম হয়।

যে কোনও ধরনের ত্বকেই আখের রস লাগানো যায়। তাই ত্বকের খেয়াল রাখতে আজই বাড়িতে বসেই বানিয়ে ফেলুন আখের রসের ফেইস প্যাক। এটি নানা রকমের উপকরণ দিয়ে বানানো সম্ভব। কীভাবে বানাতে হয় এই ফেইস প্যাক? চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে!

ত্বকের পরিচর্যায় আখের রসের ৫টি ফেইস প্যাক

১) আখ ও মুলতানি মাটি

তৈলাক্ত ত্বক যাদের, তারা এটি ব্যবহার করতে পারেন। কারণ মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, আর আখ ত্বকের মধ্যে জলের মাত্রা ঠিক রাখে। এইভাবে এই দুই উপাদান ত্বককে ধীরে ধীরে সুন্দর করে তোলে।

ত্বকের পরিচর্যায় আখ ও মুলতানি মাটির ফেইস প্যাক - shajgoj.com

২) আখ ও মধু

ড্রাই স্কিনের সমস্যা যাদের, তারা এই দুই উপাদান মিলিয়ে একটি ফেইস প্যাক বানিয়ে ফেলুন। তারপর সেটি সপ্তাহে একদিন করে মুখে লাগান। তাহলে পার্থক্য বুঝতে পারবেন।

৩) আখ ও পেঁপে

রোদে পুড়ে গেছে আপনার ত্বক। চিন্তা নেই আগের মতো উজ্জ্বলতা পেতে আখের রসের সঙ্গে পরিমাণমতে পেঁপে মিলিয়ে সেটি সারা মুখে লাগান। প্রসঙ্গত, এই ফেইস প্যাকটি মুখের অবাঞ্চিত লোমের সমস্যাও কমায়।

ত্বকের পরিচর্যায় আখ ও পেঁপের ফেইস প্যাক - shajgoj.com

৪) আখ ও কফি

এই দুই উপাদানের সঙ্গে পরিমাণমতে কমলা লেবুর রস মিশিয়ে বানিয়ে ফেলুন ফেইস স্ক্রাব। তারপর সেটি ধীর ধীরে মুখে লাগান। কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন-সি ত্বককে সুন্দর করতে দারুণ কাজে দেয়।

৫) এইচএ ফেসিয়াল (Hyaluronic Acid facial)

আখের রসের সঙ্গে লেবুর রস, নারকেলের দুধ, আপেলের রস এবং আঙুরের রস মিলিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। তারপর সেটি মুখে লাগান। এই ফেইস প্যাকটি ত্বককে প্রাণবন্ত করার পাশাপাশি ত্বকের ক্ষত দূর করে।

তাহলে দেখলেনতো ত্বকের যত্নে আখের রস কতোটা উপকারী! এখন আখ কম-বেশি বাজারে বেশ পাওয়া যায়। তাই আখ পেতে আশা করি আপনাদের তেমন সমস্যা হবে না।

ছবি- থেয়াসোপ.কম, সাটারস্টক, পিন্টারেস্ট.কম

7 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort