মাহে রমজানের চেতনা... - Shajgoj

মাহে রমজানের চেতনা...

Screen Shot 2015-07-09 at 2.53.05 PM

মাহে রমজান সিয়াম, সহমর্মিতা এবং সাধনার মাস। রোজা মানুষকে যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। কিন্তু নানা কারণে রমজানের মূল চেতনা থেকে অনেকটাই সরে আসি আমরা। করা হয় না, যা আমাদের করণীয় ছিলো। ফলে, কোথাও হয়তো অপচয় হয় অজস্র খাবার, আবার কোথাও অভুক্ত থেকে যায় মানুষ। কোন পরিবারে হয়তো কেনাকাটার শেষ নেই, কোন পরিবারে হয়তো সামর্থ্য নেই নতুন কাপড় কেনার। অথচ রমজানে সংযম এবং পরিচ্ছন্নতার সমন্বয় ঘটানো খুব জরুরী। প্রতি বছর বাংলাদেশের হাজারো শিশু পাঁচ বছর বয়স হবার আগেই ডায়রিয়াজনিত কারণে মারা যায়। খাওয়ার আগে হাত ধোয়ার মত সহজ একটি অভ্যাসই পারে অজস্র জীবন বাঁচাতে। এই সচেতনতা সৃষ্টি করতে যদি প্রত্যেকে এগিয়ে আসি, শুভ পরিবর্তন চলে আসবে অনেক কিছুতেই। কারণ, মানুষ নানাভাবে, নানা জায়গায় রমজান পালন করলেও রমজানের মূল চেতনা কিন্তু একই। রমজানের এই চেতনা ছড়িয়ে দিতে আপনিও পারেন পাশে আসতে। যোগ দিন Spirit of Ramadan এর ইফতার আয়োজনে।

ইউনিলিভার বাংলাদেশ এর তিনটি ব্র্যান্ড নর, লাইফবয় এবং পেপসোডেন্টের সম্মিলিত প্রচেষ্টায় ‘স্পিরিট অফ রামাদান’ ক্যাম্পেইনের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই ইফতার সমাবেশ।

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort