শিখে নিই বর্ণিল পেকিনিজ স্টিচ - Shajgoj

শিখে নিই বর্ণিল পেকিনিজ স্টিচ

pekinese stich cover

[topbanner]

আজ আমরা যে সেলাই শিখব সেটা মুলত একটি চাইনিজ সেলাই। সেলাইটি পেকিনিজ স্টিচ নামে পরিচিত। পেকিনিজ স্টীচ জানতে প্রথমেই আমদের জানতে হবে খুব সহজ একটি সেলাই তা হল ব্যাক স্টিচ। এই ব্যাক স্টিচকে ঘিরেই বাহারি রংয়ের সুতোর প্যাঁচই এই সেলাইয়ের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

[picture]

আচ্ছা, আমরা কমবেশি সবাই ব্যাক স্টিচ পারি! যদি না পারেন তাতে সমস্যা নেই। নিচের দেয়া ছবিগুলো দেখে ট্রাই করুন দেখবেন নিজেই পেরে গেছেন। একটা টিপস দিয়ে দেই তা হল, প্রথম ৩ টি ধাপে আপনি ব্যাক স্টিচ শিখে যাবেন। এরপর শুরু হবে পেকিনিজ স্টিচ বা সুত প্যাঁচানোর পালা, এই সময় মনে রাখবেন সুঁই সুতোর নিচ দিয়ে এবং উপর দিয়ে পেঁচাবেন সুঁই কিন্তু এই পর্যায়ে কাপড় ভেদ করবে না।

back_stitch_1 back_stitch_2 back_stitch_3 back_stitch_foundation pekinese_back_stitch_1 pekinese_back_stitch_2 pekinese_back_stitch_3

ছবি – রক্সি.অর্গ

0 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort