শৈশবে নানা কবিতা / গল্পে আমরা জাহাজের কথা পড়েছি। শৈশবে জাহাজে চড়ার সপ্ন দেখেছি। জাহাজ নিয়ে শিশুদের মধ্যে অসীম আগ্রহ দেখা যায়। আজ তাই ছোট্ট শিশুদের জন্য নিয়ে এলাম কাগজের জাহাজ তৈরির টিউটোরিয়াল। বাড়ির ছোট্ট সোনামণিদের জন্য এই জাহাজ তৈরি করে আনন্দে ভরিয়ে দিতে পারেন তাদের ছোট্ট পৃথিবী।
Sale • Hairfall & Thinning, Feminine Cleanser, Anti-Stretch Mark Creams
এক টুকরো কাগজ নিন, যেটির দের্ঘ্য ও প্রস্থ হবে সমান। তারপর চিত্রানুসারে ভাঁজ দিন-
উল্টোপিঠে আবারও একইভাবে ভাঁজ দিন-
আবার উল্টে একইরকম ভাঁজ দিন-
উল্টোপিঠে চারটি ত্রিভুজ থাকবে। চিত্রের ন্যায় পরষ্পর বিপরীত দুটি ত্রিভুজ আঙ্গুলের সাহায্যে ফাঁক করে খুলে দিন-
আঙ্গুলের সাহায্যে অপর দুই অংশ ফুলিয়ে নিন-
এখন লম্বালম্বি ভাঁজ করে নিলেই জাহাজ তৈরী-
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
ছবি এবং সূত্রঃ ক্রোকোটেক.কম














