ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

IMG_4310-edited

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর দেখলেন দেখতে একদম প্যাচি লাগছে! মনটাই খারাপ হয়ে গেলো। কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না কেন এমনটি হচ্ছে। এটা খুবই কমন একটি প্রবলেম। কেন ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে এবং এটি ফিক্স করার উপায় কী সে সম্পর্কেই আজ জানাবো বিস্তারিত।

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে কেন?

১) সঠিকভাবে স্কিন প্রিপেয়ার না করা

মেকআপ যেন ফ্ললেস হয় সেজন্য ফাউন্ডেশন স্কিনে একটি স্মুথ বেইজ তৈরি করে। যদি এই বেইজটাই ভালোভাবে ক্রিয়েট না হয় তাহলে স্কিনে দেখা দিবে আনওয়ান্টেড টেক্সচার, ব্লেমিশ অথবা ক্রিজ। এজন্য সবার আগে সঠিকভাবে স্কিন প্রিপেয়ার করা জরুরি। স্কিন যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে অল্প সময়েই ফাউন্ডেশন প্যাচি হয়ে যাবে। তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। সেই সাথে স্কিনের ডেড সেলস রিমুভ করার জন্য সপ্তাহে ১/২ বার এক্সফোলিয়েট করতে হবে। মেকআপ শুরুর আগে স্কিন টাইপ অনুযায়ী ফেইস ওয়াশ দিয়ে ফেইস ক্লিন করে নিতে হবে। এরপর অ্যাপ্লাই করতে হবে ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার অ্যাপ্লাই

অনেকেরই ভুল ধারণা আছে যে অয়েলি স্কিনে ময়েশ্চারাইজারের প্রয়োজন নেই। এই কথার কোনো ভিত্তি নেই। বরং এ ধরনের স্কিনে হাইড্রেশনের অভাবে স্কিনে দেখা দিতে পারে এজিং সাইনস। এমন স্কিনের জন্য অয়েল বেইজড এর বদলে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার বেছে নিতে হবে।

২) প্রাইমার অ্যাপ্লাই না করা

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে? ভেবে দেখুন তো প্রাইমার অ্যাপ্লাই করেছিলেন কিনা? স্কিনকেয়ার কমপ্লিট করার পর পরের ধাপটাই হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই। একটি হাইড্রেটিং প্রাইমারের কাজ হচ্ছে ফাউন্ডেশনকে স্কিনে ইভেনলি ব্লেন্ড হতে হেল্প করা এবং মেকআপ লং লাস্টিং রাখা। ফেইসে ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে সেটি ফাইন লাইনস বা পোরসের মধ্যে স্টাক হয়ে যায়। যার কারণে বেইজ আনইভেন হয়।

প্রাইমার আমাদের স্কিনের উপর একটি থিন লেয়ার ক্রিয়েট করে। এতে সারফেইস ইভেন হয়, ফাউন্ডেশন অ্যাপ্লাই ইজি হয়। এছাড়া স্কিন থেকে সিক্রেশন হওয়া সেবাম বা অয়েলকে মেকআপের উপর এফেক্ট করতে দেয় না। যার কারণে পাওয়া যায় অয়েল ফ্রি ও ম্যাট মেকআপ লুক। আর একটি কথা, প্রাইমার অ্যাপ্লাইয়ের পর শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। নইলে আনইভেন ও প্যাচি ফিনিশ দিবে। অল টাইপ স্কিনে স্যুইটেবল একটি বেস্ট প্রাইমার হতে পারে Nirvana Color Face Perfect Pro Primer

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! অ্যাপ্লাই করুন প্রাইমার

৩) অতিরিক্ত ফাউন্ডেশন অ্যাপ্লাই করা

অনেক মেকআপ টিউটোরিয়ালে দেখা যায় বেশি পরিমাণে ফাউন্ডেশন নিয়ে অনেকটা সময় ধরে ব্লেন্ড করতে। এতে কিন্তু খুব একটা লাভ হয় না। বরং সবশেষে মেকআপ দেখতে কেকি ও প্যাচিই লাগে। বেশি পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ব্রাশ বা স্পঞ্জ যা দিয়েই ব্লেন্ড করা হোক না কেন অনেক সময় লাগে। এছাড়া নোজ ও মাউথ এরিয়াতে ফাউন্ডেশন বেশি দিলে দেখতে ওল্ডার দেখায়। তাই এই মিসটেকটি অ্যাভয়েড করাই বেটার।

৪) থিক ফর্মুলার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা

সঠিকভাবে থিক ফর্মুলার বা ফুল কভারেজের ফাউন্ডেশন অ্যাপ্লাই না করার কারণে প্যাচিনেস বা ফ্লেকিনেস দেখা দিতে পারে। তাই মিডিয়াম কভারেজ দিবে এমন ফাউন্ডেশন চুজ করা বেটার। এতে স্কিনে লাইট ফিল হয়। তবে এক্ষেত্রে একটি কথা জানিয়ে রাখি। আপনি যে একদমই ফুল কভারেজের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবেন না, এমন কিন্তু নয়। অনেকেই এ ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় অনেকখানি প্রোডাক্ট একসাথে স্কিনে অ্যাপ্লাই করে ফেলেন। যার কারণে এটি ফেইসে প্রোপারলি ব্লেন্ড হতে চায় না, বেইজ মেকআপে সাথে সাথেই প্যাচিনেস চলে আসে। তাই অল্প অল্প করে প্রোডাক্ট স্কিনে ব্লেন্ড করার মাধ্যমে ধীরে ধীরে কভারেজ বিল্ড আপ করতে হবে। লাইট ওয়েট ফর্মুলার হলেও ফুল কভারেজ দিবে এমন একটি ফাউন্ডেশন হচ্ছে Nirvana Color Face Perfect Liquid Foundation। বাংলাদেশি স্কিন টোনের সাথে ম্যাচ করে তৈরি করা এই ফাউন্ডেশনের রয়েছে ৪টি শেইড। আপনার স্কিন টাইপ অনুযায়ী সিলেক্ট করে নিন আপনারটি।

নিরভানা ফাউন্ডেশন

৫) স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই না করা

ফাউন্ডেশন যেন প্যাচি না হয়ে যায় সেজন্য স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন সিলেক্ট করা জরুরি। ড্রাই স্কিনের জন্য এমন ফাউন্ডেশন চুজ করতে হবে যেটাতে হাইড্রেটিং ফর্মুলা আছে। একনে প্রন স্কিনে কালার কারেক্টিং ফাউন্ডেশন ইউজ করলে ম্যাট লুক পাওয়া যাবে। এমন কিছু স্পেশাল ফাউন্ডেশন আছে যেগুলো অয়েলি স্কিনের এক্সেস অয়েল অ্যাবজর্ব করে এবং স্কিনের অ্যাপেয়ারেন্স ইমপ্রুভ করে। প্যাচি ফাউন্ডেশন অ্যাভয়েড করার জন্য এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ।

৬) ফাউন্ডেশন সেট না করা

স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যদি সেটি সেট করা না হয় তাহলে ন্যাচারাল লুক তো পাওয়া যাবেই না, উল্টো প্যাচিনেস দেখা দিবে। তাই লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করে নিতে হবে। এতে স্কিনের এক্সেস অয়েলিভাব কমে আসবে এবং স্কিন ইভেন দেখাবে।

 

এই তো জানিয়ে দিলাম ফাউন্ডেশন প্যাচি কেন হয়ে যাচ্ছে এবং কীভাবে ফিক্স করা যায় সেই সম্পর্কে। এবার সঠিক নিয়ম মেনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে মেকআপ লুক ফ্ললেস করে তুলতে পারেন আপনিও। অথেনটিক মেকআপ, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন সাজগোজে। সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ার এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

ছবিঃ সাজগোজ

5 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort