স্টিম বান! - Shajgoj

স্টিম বান!

16473934_623774971164469_6032797386488171509_n

স্টিম বান! নতুন কিছু ট্রাই করার মজাই আলাদা। সব সময় তো ওভেনে বান বানিয়ে  অভ্যস্ত এবার না হয় চুলায় স্টিম বান তৈরি করে দেখুন। 

উপকরণ

বান তৈরিতে

  • ময়দা – ২.৫ কাপ
  • মাখন – ২ চা চামচ 
  • চিনি – ৬ চা চামচ
  • লবন – ১/২ চা চামচ
  • ইস্ট – ১ চা চামচ
  • কুসুম গরম দুধ – ১ কাপ

পুর তৈরিতে

  • নারকেল কোরানো – ১ কাপ
  • খেজুরের গুড় – ১/২ কাপ
  • এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ

[picture]

প্রণালী

– নারকেল গুড় জ্বাল করে নিতে হবে। আঠালো হলে এলাচ গুড়া দিয়ে নামিয়ে নিবেন।

– এবার ময়দার সাথে সব উপকরণ মাখিয়ে একটা ডো বানাতে হবে। এটা ৩০ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

– এরপর ডো হাতে করে বল বানাতে হবে। একটু চেপ্টা করে তাতে নারকেলের পুর ভরে আবারো বল বানিয়ে নিতে হবে।

– চুলায় ফুটন্ত পানির উপর স্টিলের ছাঁকনি দিয়ে তার উপর বলগুলো ১০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার স্টিম বান।

ছবি ও রেসিপি – খুরশিদা রনী

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort