ইজি বডি স্ক্রাব | ঘরে বসেই পান কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক!

ইজি বডি স্ক্রাব | ঘরে বসেই পান কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক!

কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে বডি স্ক্রাব - shajgoj

এই শীতে শুষ্ক ত্বকের জন্য কমন একটি ঘটনা কি জানেন? ওকে ট্রাই করুন- নখ দিয়ে হাতে একটু আলতো করে টানুন! সাদা হয়ে গেলো, তাইতো? পরীক্ষাটা পুরোনো যদিও! কিন্তু সত্যিই তো! শুষ্কতার ভয়াবহতাটাও তো তীব্র হয়। এজন্য চাই একটা পারফেক্ট ইজি বডি স্ক্রাব, যা শীতের শুষ্কতা থেকে মুক্তি দেবে দারুণভাবে এবং ঘরে বসেই পাওয়া যাবে স্মুথ ও গ্লোয়িং স্কিন! চলুন তবে এমন একটি ইজি বডি স্ক্রাব বানানোর পদ্ধতি শিখে নেয়া যাক চটজলদি।

ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম

4 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...