শ্যামলা স্কিনের অধিকারিণী যারা, তারা মেকআপের আগে কালার বাছাই করার ক্ষেত্রে অনেক কনফিউজড থাকেন। কিন্তু, স্কিনটোন ঠিক রেখে মেকআপ করলে শ্যামলা স্কিনে যে কোন কালারই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। চলুন তাহলে দেখে নেই শ্যামলা ত্বকে গ্লোয়িং মেকআপ লুক, যা যে কোনো কালারের আউটফিট এবং যে কোনো অকেশনেই মানিয়ে যাবে খুব সহজেই…।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম