ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ - Shajgoj

ফ্যাশনের নতুন ট্রেন্ড | গাউন স্টাইল সালোয়ার কামিজ

gown salowar - l

ফ্যাশন সচেতন নারীরা সব সময়েই নতুন কিছুর খোঁজে থাকেন। ২০১৩’র ট্রেন্ড ছিল আনারকলি সালোয়ার আর এখন  ফ্যাশনের নতুন ট্রেন্ড হল গাউন-সালোয়ার।

গাউন-সালোয়ার কী?

OUTSTANDING_ORANGE_AYESHA_TAKIA_GOWN_STYLE_SALWAR_KAMEEZ_DRESS_RTNV9009_1024x1024

গাউন-সালোয়ারকে আনারকলি-সালোয়ারের একটু উন্নত ভার্সন বলা যেতে পারে। যদিও আনারকলি-সালোয়ারের নিজস্ব সৌন্দর্য আছে। গাউন যেমন মাটি অবধি হয় ঠিক তেমনি এই পোশাকটির ঝুলও মাটি অবধি অর্থাৎ পায়ের পাতা অবধি হয়। তাই এটাকে দেখতে গাউনের মতো দেখায়। তাই এটিকে গাউন- সালোয়ার বলা হয়।

গাউন আর সালোওয়ারের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি হয়েছে এই অপূর্ব সুন্দর পোশাকটি।

গাউন-সালোয়ারের বৈশিষ্ট :

আগেই বলেছি যে এই ধরণের পোশাকের ঝুল পায়ের পাতা অবধি হয়।  উপরের অংশ টাইট হয় আর নীচের অংশ অর্থাৎ কোমরের কাছ থেকে ঘাগড়ার মত ছড়িয়ে থাকে। এই পোশাকটি সাধারণত বেশ ভারী ধরণের হয়ে থাকে। সালোয়ারের ক্ষেত্রে চুড়িদার হয়।

গাউন-সালোয়ার সাধারণত বেশ জমকালো হয় তাই এটা যেকোনো অনুষ্ঠানে পরলে খুব ভালো দেখাবে।

[picture]

গাউন সালোয়ারের সাথে মানানসই গয়না :

সাজ কখনো সম্পূর্ণ হতে পারে না যদি না তার সাথে থাকে মানানসই গয়না। গাউন-সালোয়ারের সাথে কস্টিউম জুয়েলারি বা মাল্টিকালারের পাথরের গয়না ভালো মানাবে। তবে গাউন সালোয়ারে যেহেতু অনেক ভারী ডিজাইন করা থাকে তাই খুব ভালো হবে যদি শুধু কানে ভারী পাথরের গয়না পরা যায়। তাহলেই সাজটা সব থেকে বেশি ভালো লাগবে। গলায় খুব সরু একটা চেইন পরা যেতে পারে। যদি ফুল হাতা হয় গাউন-সালোয়ার তাহলে কোনকিছু না পরাই ভালো। আর যদি ছোট হাতার হয় গাউন-সালোয়ার তবে হাতে একটা ব্যাঙ্গেল পরলে ভালো লাগবে। তবে হাতে একটা বড় পাথরের আংটি পরলে খুব সুন্দর মানাবে। যদি আংটি বড় মাপের হয় তাহলে আংটিটা হাতের মধ্যমা আঙুলে পরলে সেটা খুব স্টাইলিশ দেখাবে।

চুলের সাজ :

চুল সামনের দিকে পাফ করে ফুলিয়ে নিয়ে পেছনে চুলকে খোলা রাখা যেতে পারে বা চুলে একটা নীচু খোঁপা বাঁধলে ভালো লাগবে। তবে এক্ষেত্রে খোঁপা বাঁধলে সামনে চুলটা টাইট করে বেঁধে নিতে হবে। তবে খোপা না বাঁধতে চাইলে একটা পনি টেইল করে নিতে পারেন।

জুতো:

এই ধরণের পোশাকে একটা রাজকীয়তা আছে। তাই এই ধরনের পোশাকের সাথে কোন সাধারণ জুতো কিন্তু ভালো লাগবে না। গাউন-সালোয়ারের সাথে একটু উঁচু হিলের জুতো পরলে ভালো লাগবে। যেহেতু গাউন-সালোয়ারের ঝুল পা অবধি হয় তাই স্টিলেটো বা হাই হিল জুতো সবথেকে ভালো। জুতোটায় যদি পাথরের কারুকাজ করা থাকে তাহলে তো সোনায় সোহাগা। যদি হাই হিল জুতো পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে মন খারাপের কোন কারণ নেই। যেকোনো পার্টি স্যান্ডেল কিন্তু বেশ মানাবে।

লিখেছেন – নন্দিনী পোদ্দার

ছবি –  লেটেস্টফ্যাশানটুডে.ব্লগস্পট.কম, শপিফাই.কম

3 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort