গার্নিয়ার হোয়াইট কমপ্লিট আই রোল-অন - Shajgoj

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট আই রোল-অন

product-review

আপনার চেহারার সবচেয়ে সুন্দর ফিচার কি?
আমি জানি অনেকেই উত্তর দিবেন – চোখ।

এই চোখ দুটোর নিচে যদি কালচে ভাব থাকে, সেই সাথে ফোলা ভাব, তাহলে আপনার পুরো চেহারাটাই কিন্তু টায়ার্ড দেখাবে। এবং এই ক্লান্তিময় চোখ-মুখে কি কাউকে সুন্দর দেখায়, বলুন তো? আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে লিখতে বসেছি সেইটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটি প্রোডাক্ট। চোখের নিচের কালচে ভাব, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে দারুণ কার্যকরী এবং ভীষণ বাজেট ফ্রেন্ডলি এই আই কেয়ার প্রোডাক্টটি হলো গার্নিয়ারের আই রোল-অন (Garnier Skin Naturals White Complete Eye Roll-On)।

[picture]

ইনস্ট্যান্ট এনার্জি দিতে আর ক্লান্তিভাব দূর করতে ক্যাফেইনের ভূমিকার কথা তো আমরা জানিই। এই আই রোল-অনএ থাকা ক্যাফেইন মাইক্রো সার্কুলেশনের জন্য পর্যাপ্ত উদ্দীপক হিসেবে কাজ করে এবং চোখের নিচের কালচে ভাব, ফোলা ভাব দূর করে। আর এতে বিদ্যমান প্রো ভিটামিন বি৫ চোখের আশেপাশের ত্বকের ময়েশ্চারকে ধরে রেখে বলিরেখা কমাতে সাহায্য করে। এর রোল-অন এর মাথাটি মেটালিক ফিনিশের, যেটা চোখে দেয়া মাত্র বেশ ইনস্ট্যান্ট একটা আরাম বোধ হয় এবং ক্লান্ত চোখকে ইনস্ট্যান্টলিই উজ্জ্বল দেখায়। এই আই রোল-অন ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং আমি ব্যবহার করে এর কোন সাইড ইফেক্ট পাইনি। কোন প্রকার গন্ধ নেই এবং ট্রান্সপারেন্ট কনসিসটেন্সির এই আই রোল-অন টি। প্রোডাক্টটি ব্যবহারের ২৮ দিনের মধ্যেই কার্যকরী ফলাফল পাবেন নিশ্চিত যদি সঠিকভাবে ব্যবহার করেন এবং সেই সাথে একটু নিয়ম করে কমপক্ষে ৬ ঘণ্টা রাতে ঘুমোতে পারেন।

ব্যবহারের নিয়ম

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর, চাইলে গোসলের পর এবং রাতে ঘুমোনোর আগে চোখের উপরে এবং নিচের অংশে রোল-অনটি দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিন। হাতের আঙুল ব্যবহারেরও প্রয়োজন নেই। একটু হালকা ভেজা ভাব থাকবে মিনিট পাঁচেক। তারপর আপনার রেগুলার ময়েশ্চারাইজার, মেকাপ রুটিনে চলে যেতে পারেন।

প্রোডাক্টটির যে যে দিকগুলো ভালো লেগেছে 

(১) প্রোডাক্টটির প্যাকেজিং খুবই সুন্দর, উজ্জ্বল রঙের, এবং কলমের সাইজের হওয়ায় খুব সহজেই আমি নিশ্চিন্তে এটি আমার ব্যাগে রাখতে পারি।

(২) রোল অন হওয়ায় প্রোডাক্ট ওয়েস্টেজ একেবারেই হয় না।

(৩) লিকুইড-টা স্কিনে খুব সহজেই অ্যাবসর্ব হয়ে যায়।

(৪) এটি সম্পূর্ণ গন্ধহীন, যেটা আমার খুব ভালো লেগেছে। কারণ আমি সুগন্ধযুক্ত প্রোডাক্ট একটু কম পছন্দ করি। বিশেষ করে চোখের ক্ষেত্রে তো একেবারেই না।

(৫) এর হালকা কুলিং ফরমুলাটা আমার খুব ভালো লেগেছে, চোখের আশেপাশের টায়ার্ড মাসলে চট করে বেশ ফ্রেশ একটা ভাব আসে।

(৬) এতে থাকা ক্যাফেইন চোখের নিচের কালো দাগ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে, মাত্র ৪ সপ্তাহেই, এবং এটা আমি নিজে দুইবেলা ব্যবহার করে এক্স্যাক্ট রেজাল্ট পেয়েছি।

(৭) আমি ব্যবহার করে কোন প্রকার সাইড ইফেক্ট দেখিনি।

(৮) এক্কেবারেই পয়সা উসুল একটা পণ্য! আমি কিনেছি প্রায় ৫ মাস হতে চললো, দিনে এবং রাতে দুইবেলা, কখনো কখনো ইন ফ্যাক্ট তিনবেলা ও ব্যবহার করেই যাচ্ছি। এখনো শেষ হয়নি!

(৯) বাজেট ফ্রেন্ডলি।

মূল্য, প্রাপ্তিস্থান এবং রেটিং

১৫ এম.এল. এর এই প্রোডাক্টটি বাংলাদেশি টাকায় মূল্য মাত্র ২৫০/- টাকা। মাত্র বলছি এই কারণেই যে আপনি মার্কেট ঘুরে এই দামে চোখে ব্যবহার করার কোন এই জাতীয় প্রোডাক্ট সত্যিই পাবেন না। দেশের বড় বড় সব কসমেটিক্সের দোকানে, সুপারশপে এটি পেয়ে যাবেন। আর রেটিং এর কথা যদি বলতে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি একে রেটিং দিবো ৯.৫/১০। এবং আমি আমার এখনকার রোল অন টা শেষ হবার পর আবার কিনবো that is for sure!

Take Care.

লিখেছেন – নন্দিতা

3 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort