এই ঈদে কেমন মেকাপ লুক চাই? - Shajgoj

এই ঈদে কেমন মেকাপ লুক চাই?

Eid_makeup_Edited

[topbanner]

কেমন চলছে ঈদের প্রস্তুতি? আর এবার ঈদে কেমন মেকাপ লুক চাই তোমাদের? ঈদের দিনে গর্জিয়াস একটি মেকাপ লুক কেমন হয় বল তো? হ্যা, আসন্ন ঈদের কথা মাথায় রেখে মেকাপ স্প্যাশালিস্ট শাহনাজ শিমুল নিয়ে এলেন দারুন একটি গর্জিয়াস মেকাপ লুক। চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নিই, মেকাপ টিউটোরিয়ালটি।

[picture]

প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে  পারেন। সেক্ষেত্রে  SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।

টিউটোরিয়াল এবং ছবি: শাহ্‌নাজ শিমুল রহমান

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...