ডিম আর মোম রঙ দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল! - Shajgoj

ডিম আর মোম রঙ দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল!

easter-egg-candle

ঘরে বসে সময় কাটছেনা? ঘর সাজিয়ে ফেলুন ঘরের কিছু জিনিস দিয়েই! চলুন জেনে নিই কীভাবে ডিম আর মোম রঙ দিয়ে বানাবেন ক্যান্ডেল-

[picture]

যা যা লাগবে-

  • মোম রঙ
  • ডিম তিনটি
  • দড়ি
  • রেইনবো স্প্রিঙ্কেল বা রেইনবো বল
  • ওয়াটার কালার
  • প্রিন্টেড স্টিকার বা স্কচটেপ

পদ্ধতি-

  • প্রথমে কয়েকটি মোম রঙ গলিয়ে নিন। সাদা রঙ ছাড়াও অন্য রঙের মোম রঙ নিতে পারেন।

 egg candle 1

  • তিনটি ডিমের একপাশ ফেটে ডিমের ভেতরের অংশ বের করে ফেলুন। ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিন।
  • এরপর ডিমের ভেতর দড়ি রেখে গরম মোম সাবধানে ভেতরে ঢেলে নিন।

 egg candle 2

মোম শুকানোর পর তিনটি ডিম তিন রকমভাবে ডেকোরেশন করুন-

  • প্রথমে একটি ডিমের চারপাশে আঠা লাগিয়ে নিন এবং কিছু রেইনবো স্প্রিঙ্কেল বা রেইনবো বল ছড়িয়ে ডিন। শুকিয়ে গেলেটা ডিমের উপর আটকিয়ে যাবে।

egg candle 3

  • বাজারে অনেক রকমের এবং ডিজাইনের প্রিন্টেড স্টিকার বা স্কচটেপ পাওয়া যায়। সেগুলো ডিমের চারপাশে লাগিয়ে দিন।

 egg candle 4

  • আরেকটি ডিম ওয়াটার কালার দিয়ে নিজের পছন্দ মতো রঙ করে ফেলুন।

এই পদ্ধতিতে আরো অনেকভাবেই বানিয়ে ফেলতে পারেন ক্যান্ডেল যা আপনার ঘরে একটু রঙ নিয়ে আসবে!

ছবি – ইউটিউব

লিখেছেন – সোহানা মোরশেদ

2 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort