কালো চুলের যত্ন | প্রাকৃতিকভাবেই পান গর্জিয়াস হেয়ার

কালো চুলের যত্ন | ৫টি উপায়ে প্রাকৃতিকভাবেই পান গর্জিয়াস হেয়ার

black hair

স্বাস্থ্যজ্জ্বল সুন্দর চুল সবারই কাম্য। আগা থেকে গোড়া পর্যন্ত সমান ভারী চুলকে স্বাস্থ্যজ্জ্বল চুল বলা যায়। কিন্তু এমন কেশধারী কন্যার সংখ্যা খুব বেশি পাওয়া যায় না। কেন? কালো চুলের যত্ন নেয়া হয় না তাই কি? উঁহু, শুধু এই কারণে নয়, নানা কারণে আমাদের চুল রুক্ষ, স্বাস্থ্যহীন, লালচে ও দুর্বল হয়ে পড়ছে। সঠিক যত্নের অভাব, ধূলোবালি, দূষণ, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে, চুল তার স্বাভাবিক রঙ ও ঔজ্জ্বল্য হারায়।

অনেকের আবার জন্মগতভাবেই চুল লালচে হয়। অনেকের আবার অল্প বয়সেই চুল পাকতে দেখা যায়। আমাদের ত্বকে মেলানোসাইট নামক এক ধরনের কোষ থাকে যা মেলানিন উৎপাদন করে। যাদের কম মেলানিন উৎপাদন হয় তাদের রঙ সাদা হয় এবং বেশি উৎপাদন হলে রঙ কালো হয়। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি কোনো কারণে চুলের গোড়ার মেলানোসাইট কোষ নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যায় মেলানিনের উৎপাদন। চুলের রঙ আস্তে আস্তে ফ্যাকাসে হতে থাকে। এক পর্যায়ে চুল লালচে বা সাদা হয়ে যায়। স্বাস্থ্যজ্জ্বল, সুন্দর, কালো চুলের জন্য তাই আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। কালো চুলের যত্ন নিতে ৫টি টিপস দেখে নিন তাহলে!

Sale • Color Protection, Hair Color, Shaving & Hair Removal

    কালো চুলের যত্ন  নিতে টিপসসমূহ

    ১) সুষম খাদ্য

    কালো চুলের যত্ন নিতে প্রথমেই প্রয়োজন সুষম খাদ্য। সঠিক পরিমাণে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার খেতে হবে। খাদ্য তালিকায় থাকতে হবে প্রচুর শাকসবজি, ফল ও সালাদ। খনিজ পদার্থ ও ভিটামিনের অভাবে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, চুল ঝরে পড়ে। প্রোটিনের অভাবে চুলের রঙ প্রথমে নষ্ট হয়ে যায়। চুল লালচে বাদামি হতে থাকে। পরে চুল ঝরে যায় এবং চুলের আগা ফাটতে থাকে। কেরাটিন-এর অভাবে চুল ফেটে যায়। খাদ্য তালিকায় মাছ, গোশত, ডিম, দুধ, ডাল, দই, পনির ইত্যাদি থাকা জরুরী। এতে কেরাটিন তৈরিতে সহায়তা হয়।

    ২) মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে

    চকচকে কালো চুলের যত্ন নেয়ার জন্য মাথার ত্বক পরিষ্কার থাকতে হবে। নানা রকম শারীরিক অসুস্থতা ছাড়াও সঠিক পরিচর্যার অভাবে চুলের স্বাস্থ্য ও রঙ খারাপ হতে পারে। আপনার সুস্থ্যতা প্রকাশ পায় আপনার শারীরিক স্বাস্থ্য এবং চুলের স্বাস্থ্যের ভেতর দিয়ে। তাই সঠিক ডায়েট, প্রচুর ফলমূল, সঠিক পরিমাণে পানি পান করা, পর্যাপ্ত ব্যায়াম ও চিন্তামুক্ত ঘুম প্রয়োজন। চুলের কিউটিকল নষ্ট হয়ে গিয়ে চুলের কটেক্সের আঁশগুলো খুলে গেলে চুলের আগা ফেটে যায়। চুল রুক্ষ, স্বাস্থ্যহীন, লালচে ও দুর্বল হয়ে পড়ে। তাই চুলে সঠিক ভাবে শ্যাম্পু ও কন্ডিশনিং করুন।

    ৩) চুলে তেল দিতে হবে

    কালো চুলের যত্ন নিতে চুলে তেল দেয়া এক ধরনের কন্ডিশনার। সাধারণভাবে বিশ্বাস করা হলেও বিশেষজ্ঞরা বলেন, তেল চুল গজাতে বা চুলে পুষ্টি জোগাতে সহায়তা করে না। তবে তেল ম্যাসাজ করলে স্ক্যাল্প-এ রক্ত সঞ্চালন হয় এবং চুল বাহ্যিকভাবে চকচকে, মসৃণ হয়। চুলের লালচেভাব কমে আসে। মাথার তালুর সঠিক মাত্রায় রক্ত সঞ্চালনের জন্য চুলের গোড়ায় ম্যাসাজ দরকার।

    ৪) চিকিৎসকের পরামর্শ

    অনেক সময় ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে চুল তার স্বাভাবিক রঙ ও ঔজ্জ্বল্য হারায়। ঘন ঘন চুলের রঙ পরিবর্তন করলেও চুলের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চুলে প্রোটিন ট্রিটমেন্ট করতে পারেন। এছাড়াও ভিটামিন এ , ভিটামিন ই সমৃদ্ধ খাবার ও ঔষধ খেতে পারেন। অনেকেই চুল কালো করতে হেয়ার ডাই, কলপ ইত্যাদি ব্যবহার করেন। এর ফলে চুল পড়ে যাওয়া সহ নানা রকম ত্বকের রোগ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ব্যবহার না করাই শ্রেয়। চুলে অতিরিক্ত আয়রণ ও রাসায়নিক উপাদান প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কালো চুলের যত্ন নিন সাবধানে।

    ৫) প্রাকৃতিক উপাদান ব্যবহার

    কালো চুলের যত্ন নিতে প্রাকৃতিক উপাদান যেমন-আমলা, শিকাকাই, রিঠা, কালো কেশরের রস চুলে ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলো চুলে ব্যবহার করলে চুল কালো ও ঘন হয়। যাদের চুল জন্মগতভাবে লালচে, তাদের লালচে চুল প্রাকৃতিকভাবে কালো করার একটি প্যাক নিচে দেয়া হলো-

    হেয়ার প্যাক তৈরিতে যা যা লাগবে 

    ১)  লাল জবা ফুল

    ২) নারিকেল তেল

    পদ্ধতি

    ২-৩ টি লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেলে চটকিয়ে তেলের সাথে ভালো করে মেশাবেন। এর পরে ঐ লাল জবা ফুলের মেশানো তেল চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। এভাবে রাতে রেখে দিবেন। সকালে উঠে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এভাবে প্রতি সপ্তাহে করবেন। দেখবেন আপনার চুল কেমন উজ্জ্বল, কালো হয়ে উঠেছে।

    এত সময় ধরেতো টিপস দিলাম কালো চুলের যত্নের জন্য। বাজারে চুলের যত্নে প্রোডাক্ট পাবেন। হেয়ার কেয়ার প্রোডাক্ট নিতে পারেন শপ.সাজগোজ.কম থেকেও!

    এবার তাহলে কালো চুলের যত্ন নিয়ে ফিরে পান আপনার সুন্দর চুল! গর্জিয়াস হেয়ার দিয়ে জীবন করুন আরও গর্জিয়াস!

    ছবি- সংগৃহীত: Shutterstock

    40 I like it
    11 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort