ঈদের সাজের সাতকাহন - Shajgoj

ঈদের সাজের সাতকাহন

makeup 1

 [topbanner]

নীল রঙের প্রাধান্যযুক্ত সাজ হতে পারে এই ঈদে। মানিয়ে যাবে দিব্যি, কেননা সময়টা বর্ষাকাল! নীলের রঙের শেডগুলি ইচ্ছেমতো নিয়ে আসুন পোশাকে। হয়ে যাক বর্ষাকালের আমেজে একটা দারুণ ঈদ!

makeup 2

নীলের শেডে পোশাক হলে হালকা গোলাপি রঙে ঠোঁট রাঙানো যায়। পুরো সাজসজ্জায় গোলাপি আভা ছড়িয়ে দিন। চোখেও বুলিয়ে নিতে পারেন গোলাপি আইশ্যাডোর পরশ।

                 makeup 3

চোখের সাজসজ্জায় নীল কাজল, ছাই রঙ কাজলের সাথে পান্না সবুজাভ রঙের মিশেলও চলবে বেশ। স্নিগ্ধভাব সাথে জমকালো রূপ, সবটাই ছেয়ে থাকবে এমন সাজে।

 makeup 4

বর্ষাকালের ফুলেদের ঠাঁই দিতে পারেন কেশবিন্যাসে। কদম কিংবা চাঁপাফুল, বেশ লাগবে দিনের হালকা সাজসজ্জায়। সবসময়ের গোলাপকেও রাখতে পারেন চুলের সাজে। তবে কড়া লালরঙা গোলাপ এড়িয়ে সাদা কিংবা মিষ্টি গোলাপি রঙের গোলাপ বেছে নিন। ফুলের সাজে জড়ানো চুল উৎসবের আমেজে চমৎকার ফুটে থাকবে।

 makeup 5

মুক্তো কিংবা রঙিন সব সুতোর গয়নায় ঝলমলে হোক ঈদের সাজ। নীল রঙের ছোঁয়ায় যদি ঈদসাজ হয়েই থাকে, সাদা মুক্তোর আভিজাত্য আপনাকেই মানাবে।

 makeup 6

রাতের আয়োজনে পাথরের গহনা বেশ লাগবে। বিশেষ করে মাথায় পাথরের ফুলেল ব্যান্ড তো জমকালো ভাব ফুটিয়ে তুলতে অতুলনীয়।

 ছবি – স্টাইলক্রেজ.কম, ফটোলিয়া.কম

 লিখেছেন – মুমতাহীনা মাহবুব

1 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort