ম্যাগাজিন হোল্ডার - Shajgoj

 ম্যাগাজিন হোল্ডার

holder 5

ঘরে অনেক সময় বই,ম্যাগাজিন ছড়িয়ে থাকে।যা দেখতে যেমন ভাল লাগে না,তেমন ঘরের সৌন্দর্য নষ্ট করে।ম্যাগাজিন হোল্ডারে বই এবং ম্যাগাজিন দুটিই গুছিয়ে রাখা যাবে।তাহলে কীভাবে তৈরি করতে হয় জেনে নেয়া যাক।

 [picture]

যা যা লাগবে:

  • এন্টি কাটার
  • টেপ
  • কাগজ বক্স(দুধ বা কর্ণফ্লেক্সের বক্স)
  • মোটা কালার পেপার

 holder 1

পদ্ধতি:

১. প্রথমে কাগজ বক্সের উপরের অংশ কেটে নেই।

 holder 2

২.এবার উপর থেকে মাঝ বরাবর কেটে নেই,ঠিক এভাবে।।

 holder3

৩.এবার কালার পেপার দিয়ে টেপের মাধ্যমে সম্পূর্ণ কাগজ বক্স আবৃত করি।

 holder 4

৪.এখন ইচ্ছা মত বিভিন্ন বই ও ম্যাগাজিন রাখা যাবে।

 holder cover

এখন পছন্দ মত তৈরি করুন ম্যাগাজিন হোল্ডার।

লিখেছেন – মুমতাহিনা তাবাসসুম

ছবি – পিন্টারেস্ট

3 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort