থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ    - Shajgoj

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   

1

নতুন বছরের আগমনী বার্তা চলে এসেছে, আর বছর শেষ হওয়ার সুরও বেজে উঠেছে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দুই দশক ধরে আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয়। কম-বেশি সবাই হয়তো পরিকল্পনা শুরু করে দিয়েছেন কীভাবে বছরের শেষ দিনটি বা শুরুর দিনটি সেলিব্রেট করবেন। আর অব্যশই ভাবছেন ফ্যাশনের সাথে তাল মিলিয়ে কীভাবে নিজেকে স্টাইলিশ ভাবে উপস্থাপন করা যায়। প্রতিটা নারী চায় অন্যদের থেকে একটু আলাদা ভাবে নিজেকে উপস্থাপন করতে। নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইটে বাসায় বা বিভিন্ন জায়গায় জমকালো পার্টির আয়োজন করা হয়। আবার অনেকে এই দিনে ফ্যামিলি ফ্রেন্ডদের গেট-টুগেদার বা পার্টি রাখে। যেখানেই পার্টি হোক না কেন ছোট কিংবা বড় মোট কথা আপনাকে স্টাইলিশ দেখানো চাই। তাই চলুন জেনে নেব কীভাবে নিজেকে আরো স্টাইলিশ ভাবে উপস্থাপন করা যাবে।

[picture]

ওয়েস্টার্ন গেট-আপঃ

ওয়েস্টার্ন গেট আপ এই সময়ে বা এই উৎসবের জন্য একদম পারফেক্ট। কারণ এটি একটি বহির্বিশ্বের উৎসব এবং সেই সাথে শীতের প্রকোপও বাড়ছে তাই ওয়েস্টার্ন গেট আপ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ওয়েস্টার্নের মধ্যে আছে জিন্সের প্যান্ট, জ্যাকেট বা লেদার প্যান্টের সাথে লেদারের জ্যাকেট, আপনি চাইলে বেছে নিতে পারেন গাউন ,বা বিভিন্ন ধরনের টপস ,শার্ট ,কোট ইত্যাদি। কিন্তু পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন গাড় রং প্রাধান্য পায় যেমন ব্ল্যাক, রেড বা গোল্ডেন ইত্যাদি ।

চুলের সাজঃ

ওয়েস্টার্ন গেট আপের সাথে চুল গুলো সামনে থেকে ফুলিয়ে পনি টেইল বা চুল স্ট্রেইট করে ছেড়েও দিতে পারেন। আপনার যদি কার্লি চুল পছন্দ থাকে তাহলে চুল গুলো কার্লি করে নিতে পারেন। ফ্রেন্চ বেণী বা ফ্রেন্চ বেণীর সাথে বিভিন্ন খোপারও চল চলছে।

গয়নাঃ

ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশি ভারী কিছু না পরাটাই ভালো। তাই কানে পরে নিন স্টোন, পার্লের বা ডায়মন্ডের ছোট দুল, আর গলায় স্টোন,পার্ল বা ডায়মন্ডের লকেট। হাতে পরে নিন ব্রেসলেট বা একটি রিস্টওয়াচ।

ট্র্যাডিশনাল গেট-আপঃ

ট্র্যাডিশনাল গেট-আপ মনে শাড়িকেই বুঝায় আর এটা সাধারণত অফিস পার্টির বা ফ্যামিলি গেট-টুগেদারের জন্য পারফেক্ট। অতিরিক্ত ভারী কোন শাড়ি পরবেন না। শাড়ির বেলায় ভারী শিফন বা সিল্ক, জর্জেট পরতে পারেন।  ব্লাউজ ফুলস্লিভ, ব্যাকলেস বা অন্য ধরনের ব্লাউজ ট্রাই করুন, দেখবেন নিজেকে অন্য রূপে চিনবেন। আর অনুষ্ঠান অনুযায়ী রং গুলো বাছাই করবেন। চুলে করে নিন একটি স্টাইলিশ খোপা আর তাতে দিতে পারেন একটি জার্বেরা।

গয়নাঃ

শাড়ি পরলে গয়না একটু কালারফুল হলে ভালো লাগে। তাই বেছে নিতে পারেন পুতি, স্টোন ,পার্লসের গয়না বা একটু মডার্ন মালা গুলো। হাতে নিতে পারেন ব্যাগেল্স বা স্টাইলিশ চুড়ি।

গাউন সালোয়ার কামিজের গেট-আপঃ

গাউন সালোয়ার কামিজের গেট আপ এই সময়ে বা এই উৎসবের জন্য একদম পারফেক্ট। কারণ ঐ শীত। তবে গাউন-সালোয়ার সাধারণত যে কোনো অনুষ্ঠানে বা পার্টিতে  পরলেই খুব ভালো দেখায়। এই ড্রেসটি সাধারণত বেশ ভারী হয় এবং সালোয়ারের চুড়ি পা হয়। ড্রেস বাছাই করার সময় ডিপ কালার গুলো বাছবেন। যেমন – ব্ল্যাক, রেড বা গোল্ডেন ইত্যাদি।

চুলের সাজঃ

গাউন সালোয়ার কামিজের গেট আপের সাথে চুল গুলো সামনে থেকে ফুলিয়ে পনি টেইল বা চুল স্ট্রেইট করে ছেড়েও দিতে পারেন। আপনার যদি কার্লি চুল পছন্দ থাকে তাহলে চুল গুলো কার্লি করে নিতে পারেন। ফ্রেঞ্চ বেণী বা ফ্রেঞ্চ বেণী সাথে বিভিন্ন খোপাও ভালো লাগবে।

গয়নাঃ

গাউন সালোয়ারে যেহেতু অনেক ভারী ডিজাইন করা থাকে তাই শুধু যদি কানে ভারী পাথরের গয়না পরলেই ভালো দেখায়। গলায় একটা চেইনের সাথে স্টোন, পার্ল বা ডায়মন্ডের লকেট পরতে পারেন।

মেকাপঃ

রাতের বেলার মেকাপ যে ডার্ক করতে হবে এমন কোন কথা নেই। হালকা মেকআপ দিয়েও অনেক সুন্দর দেখানো যায়। বেস মেকআপ খুব বেশি ডার্ক করা যাবে না। কিন্তু লিপস্টিক ডার্ক হলে বেশ ভালোই লাগবে। তবে আই মেকাপ চাইলে ওয়ার্ম করতে পারেন।

পার্টি-ব্যাগঃ

ওয়েস্টার্ন ড্রেসের সাথে লেদারের ভ্যানিটি ব্যাগ বা ব্র্যান্ডের ব্যাগ গুলো খুব স্টাইলিশ দেখায়। কিন্তু ভ্যানিটি ব্যাগ গুলো কোমরের নিচ পর্যন্ত ঝোলানো থাকলে  বেশি ভালো লাগে। শাড়ির সাথে কন্ট্রাস্ট কালারের ছোট ব্যাগ বা পার্স নিতে পারেন। গাউনের সাথেও একই কন্ট্রাস্ট কালারের পার্স নিতে পারেন। কিন্তু আপনি যে ড্রেসের সাথেই পার্স বা ভ্যানিটি ব্যাগ নিন না কেন সেটা হতে হবে অবশ্যই স্টাইলিশ। তাই শাড়ি বা গাউনের সাথে নিন স্টোন ,কুন্দনের কাজ করা পার্স গুলো।

জুতাঃ

ওয়েস্টার্ন ড্রেসের সাথে যে কোনো পার্টি সু খুব ভালো লাগবে। গাউনের সাথে একটু উঁচু হিলের জুতো পরলে ভালো হবে। আর আপনি যদি উঁচু হিলে অভ্যস্ত না থাকেন তাহলে নিতে পারেন কোন স্টাইলিশ পার্টি স্যান্ডেল।

আশা করি, এইবার থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার পার্টিতে গেট -আপ নিতে আর কোন অসুবিধা হবে না। কেমন হল পার্টিটা জানাবেন কিন্তু।

লিখেছেনঃ জুঁই শতাব্দী

ছবিঃ ডেস্কটপনেক্সাস.কম

0 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort