দিনভর চুল রাখুন স্ট্রেইট - Shajgoj

দিনভর চুল রাখুন স্ট্রেইট

_MG_6295

সোজা চুল কিছুটা কুকড়ে গিয়ে এলোমেলো হবার একটি বড় কারণ হল বাতাসের আর্দ্রতা। বাংলাদেশে, বিশেষ করে গরমকালে বাতাসের আর্দ্রতার কারনে সোজা চুলে প্রায়শই frizz বা curl দেখা দেয়। সারাদনের জন্য চুলকে silky, smooth এবং shiny রাখার জন্য সঠিক উপায়ে চুল আয়রনিং করা খুবই প্রয়োজনীয়।

[picture]

Sale • Straight, Hair Spray, SHOP BY HAIR TYPE

    ১ম ধাপঃ

    যেকোন smoothing শ্যাম্পু দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালভাবে message করুন। ঠান্ডা পানি দিয়ে চুল ভালভাবে ধুয়ে smoothing কন্ডিশনার লাগান এবং তিন মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ভালভাবে ধুয়ে ফেলুন।

    ২য় ধাপঃ

    বাজারে বিভিন্ন hair straightening / smoothing ক্রীম পাওয়া যায়। অল্প পরিমাণ ক্রীম চুলে লাগিয়ে ব্লো-ড্রাই করে ফেলুন। এরপর ভালমত চুল আঁচড়ে ফেলুন যাতে চুলে জট না থাকে।

    ৩য় ধাপঃ

    এরপর চুলে অল্প পরিমাণ “heat protection spray”  স্প্রে করে hair straightener দিয়ে চুল আয়রন করে ফেলুন। যাদের চুল বড় এবং ঘনত্ব বেশি, তারা চুলকে ভাগ ভাগ করে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে আয়রন করে নিন।

    ব্যস, আপনি তৈরী হয়ে গেলেন। গরম আর আর্দ্রতার মাঝেও আপনার চুল থাকবে silky, smooth এবং  straight  সারাদিনের জন্য। আপনাকে দেখাবে সতেজ এবং সুন্দর।

    লিখেছেনঃ এ্যনি
    মডেলঃ পাপড়ি 

    19 I like it
    12 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort