স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!

স্মোকি আই লুক টিপস - shajgoj.com

আমি যখনই কাউকে মেকআপ করে দিতে যাই, তখনই বলতে শুনি, আমাকে স্মোকি আই মেকআপ করে দিও। এই স্মোকি আই মেকআপ-এর কথা জানেন না এবং পছন্দ নয় এমন মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। আমার নিজের কাছেও বেশ পছন্দ। কারণ স্মোকি আই মেকআপটা লুকটাকেই অনেকটা চেঞ্জ করে দেয় এবং আকর্ষণীয় করে তোলে। অনেকেই নিজে নিজে ট্রাই করলেও পারফেক্ট লুকটি আসে না। আবার দেখা যায় কিছু ভুলের কারণে স্মোকি আই লুক ওইভাবে ফুটেও ওঠে না। তো চলুন, আজ কিছু টিপস দিয়ে দেই। যাতে আপনার স্মোকি আই লুক পারফেক্ট হবে এবং ফুটে উঠবে।

স্মোকি আই লুক করতে টিপস

(১) আজ বিয়ের দাওয়াত আছে, তো হঠাৎ করেই একটা স্মোকি আই লুক ক্রিয়েট করতে মন চাইল। আইশ্যাডো প্যালেট, ব্রাশ নিয়েও বসে গেলেন। কিন্তু ধুর! লুকটা কেমন জানি পারফেক্ট হচ্ছে না। এই চেষ্টা টাই করতে যাওয়াটা হচ্ছে আপনার বোকামি। পারফেক্ট স্মোকি আই লুক পেতে হলে অবশ্যই কয়েকবার প্র্যাকটিস দরকার পড়বে। তাই বিশেষ অনুষ্ঠানের কদিন আগেই ২-১ বার প্র্যাকটিস করে নিলে ভালো হবে। আর আপনাকে সাহায্য করার জন্যে তো ইন্টারনেট এ হাজার হাজার স্মোকি আই লুক মেকআপ টিউটোরিয়াল রয়েছেই।

আইশ্যাডোগুলো সঠিক ব্লেন্ড এ সুন্দর স্মোকি আই লুক - shajgoj.com

(২) স্মোকি আই লুক মেকআপ ইজ অল অ্যাবাউট ব্লেন্ডিং। ঠিক মতো আইশ্যাডোগুলো ব্লেন্ড না করলে লুকটা মোটেই ভালো লাগবে না। তাই যতক্ষণ হার্শ কোনো লাইন না বোঝা যায়, ততক্ষণ ব্লেন্ডিং করে যেতে হবে।

স্মোকি আই লুক পেতে আইব্রো ড্রো - shajgoj.com

(৩) যখন আমরা কোনো ডার্ক স্মোকি আই মেকআপ করতে যাব, তখন চোখে আই প্রাইমারের পাশাপাশি একটা বেইজ কিন্তু মাস্ট। যেমন- ব্ল্যাক স্মোকি আই মেকআপ করতে চাইলে প্রথমে একটা ব্ল্যাক কাজল আই লিডে লাগিয়ে নিয়ে সেটা ব্লেন্ড করে নিবেন এরপর ব্ল্যাক আইশ্যাডো লাগাবেন। এতে করে আইশ্যাডোর কালার অনেক গাড় দেখা যায় এবং দেখতেও সুন্দর লাগে।

স্মোকি মেকাপ বেইস - shajgoj.com

(৪) অনেক সময় দেখা যায় বেইজ মেকআপ করে ফেলার পর ভারি এবং ডার্ক স্মোকি কোনো আই লুক করতে গেলে আন্ডার আইটাও ডার্ক লাগে। এটা ডার্ক কালারের আইশ্যাডোগুলো ফল আউটের কারণে হতে পারে। তাহলে ডার্ক কোনো স্মোকি লুক করতে চাইলে আগে আই মেকআপ করে নিন। এরপর একটি মেকআপ ওয়াইপসের সাহায্যে ফল আউটগুলো ক্লিন করে নিয়ে বেইজ মেকআপ শুরু করুন।

আই শ্যাডো ফলআউট - shajgoj.com

(৫) স্মোকি আই মেকআপ করলে আন্ডার আইটা কিন্তু ব্রাইট হওয়া জরুরি। তাই স্কিনের থেকে ২-৩ শেড লাইট কোনো কনসিলার দিয়ে অবশ্যই আন্ডার আইটা হাইলাইট করে নিবেন। এতে করে স্মোকি লুকটা সুন্দর ফুটে উঠবে এবং ফ্রেশ লাগবে দেখতে।

স্মোকি আই লুক পেতে কন্সিলার মেকাপ - shajgoj.com

(৬) অনেক সময় দেখা যায়, স্মোকি আই মেকআপ ট্রাই করলে চোখগুলো ছোট মনে হয়। তাই যাদের ন্যাচারালি চোখ ছোট, তারা চোখের ওয়াটার লাইনে হোয়াইট/ন্যুড কালারের কাজল এবং চোখের ইনার কর্ণারে হাইলাইটার লাগিয়ে নিতে পারেন। এতে করে চোখ দেখতে বড় এবং ওপেন মনে হবে।

(৭) আইব্রো ড্র করার ইম্পরটেন্স নিয়ে আমি সবসময় বলি। স্মোকি আই মেকআপে কিন্তু এই বিষয়টা আরো বেশী গুরুত্বপূর্ণ। স্মোকি আই মেকআপটা ফুটিয়ে তুলতে হলে অবশ্যই আইব্রোগুলো সুন্দর করে এঁকে নিবেন।

স্মোকি আই মেকাপে আইব্রো ড্র - shajgoj.com

(৮) আমার কাছে মনে হয় স্মোকি আই মেকআপ-এর সাথে বেইজ মেকআপ-টা যতটা সম্ভব সিম্পল এবং ফ্রেশ রাখা যায় তত ই ভালো। কারণ অতিরিক্ত শার্প কন্ট্যুরিং এবং হাইলাইটার আপনার সুন্দর আই মেকআপ-টার সৌন্দর্য ঢেকে দিতে পারে।

(৯) স্মোকি আই মেকআপ-এর সাথে লং উইংড আইলাইনার দেখতে তেমন একটা ভালো লাগে না। তাই স্মোকি আই মেকআপ-এর সাথে জাস্ট টাইটলাইনিং করে নিতে পারেন অথবা চাইলে শুধু আইল্যাশ ঘেঁষে চিকন করে আই লাইনিং করে নিতে পারেন।

(১০) একটা কথাই আছে, ডার্ক অথবা স্মোকি আই মেকআপের সাথে সবসময় হালকা এবং ন্যাচারাল লিপ কালার বেছে নিতে হয়।হ্যা, আই মেকআপটা যেহেতু বোল্ড, তাই লিপ কালারটা নরমাল রাখলেই ভালো লাগে দেখতে। আমার কাছে মনে হয়, এটা যার যার পারসোনাল ব্যাপার। কেউ যদি বোল্ড লিপ কালার ক্যারি করতে পারে, তাহলে তো কোনো সমস্যা নেই।

অনেকেই স্মোকি আই মেকআপকে অনেক কঠিন মনে করেন। কিন্তু ট্রাস্ট মি, কয়েকটা আইশ্যাডো আর কিছু বেসিক জিনিস মাথায় রাখলেই এটি সহজ এবং সুন্দরভাবে ফুটে ওঠে।

ছবি- সংগৃহীত: সাজগোজ

2 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort