বডি বাটার!!! - Shajgoj

বডি বাটার!!!

The Body Shop Body Butter in Passion Fruit

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। তাই এসময় মুখের যত্নের পাশাপাশি পুরো শরীরের সমান যত্ন নিতে হবে। আজ আপনাদের জন্য নতুন এক প্রোডাক্ট সম্পর্কে জানানো হলো যা শীতকালে আপনার ত্বকের ময়েশ্চার বজায় রেখে একে নরম করে তুলতে সাহায্য করবে। আমাদের অনেকেরই বডি বাটার সম্পর্কে খুব একটা ধারণা নেই। কিন্তু বডি বাটার ছাড়া শীতকাল যেন একদমই ভাবা যায় না।

 বডি বাটার আসলে কী?

বডি বাটার হল অনেক ভারী ধরনের ময়েশচারাইজিং ক্রিম যা আমাদের নরমাল বডি টেম্পারেচারেই গলে যায় এবং ত্বক সহজেই তা এবজর্ভ করতে পারে। দীর্ঘ কাজ আর ক্লান্তির পর দিন শেষে গরম পানি দিয়ে একটা শাওয়ারের পর বডি বাটার শরীরে (মুখ বাদে হাত, পা, গলার নিচের অংশ পর্যন্ত) মাসাজ করে নিতে হয়। মুখ বাদে কারণ মুখের নিচের ত্বক পাতলা হওয়ার কারণে ভারী ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহারে এসব অংশের পোরগুলো ক্লোগড / বন্ধ হয়ে যায়। এটা শরীরে এবজর্ভ হতে বেশি সময়ও নিবে না এবং ত্বককে তৈলাক্ত কিংবা চটচটেও করবে না। সাথে সাথে আপনার ত্বকে আপনি নিজেই বুঝতে পারবেন একটি সিল্কি সফট ইফেক্ট।

কেমন ধরনের ত্বকের জন্য বডি বাটার??? – বডি বাটার হল তৈলাক্ত এবং মাখনের মতো এক ধরনের ক্রিম যা আমাদের শরিরের শুষ্ক অংশ যেমন, হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালির জন্য আদর্শ ময়েশ্চারাইজিং ক্রিম। তাছাড়া যাদের ত্বকে সমস্যা আছে (ডার্মাটাইটীস, চুলকানি, অতিরিক্ত শীত অথবা গরমে Rash) তাদের জন্যও অসম্ভব উপকারী, প্রতিদিন রাতে ইনফেক্টেড জায়গাগুলোতে বডি বাটার নিয়ে মাসাজ করলে এইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে জাবে। ক্রিমি, মাখনের মতো টেক্সচার বলে এটা শুষ্ক ত্বকের জন্য বলা চলে আদর্শ, কিন্তু যাদের ত্বক অয়েলি তারাও এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে শীতকালে। শীতকালে আবহাওয়ায় আর্দ্রতা কম থাকায় আমাদের ত্বক মলিন, নিস্তেজ আর খসখসে হয়ে পড়ে, কালচে ভাব এসে পড়ে, যা কোনো লোশন দিয়েও ঠিক করা যায় না। কিন্তু এই বডি বাটার একবার ব্যবহারেই বুঝতে পারবেন এর উপকারিতা। সপ্তাহে দুই থেকে তিনবার যেকোনো লোশন বা ক্রিমের সাথে প্রয়োজন মতো বডি বাটার ব্যবহারেই পার্থক্য বুঝা যায়। খুব বেশি দেয়ারও প্রয়োজন হয় না। এবার প্রশ্ন আসতে পারে কেন এটা অন্যান্য ময়েশচারাইজার থেকে বেশি উপকারী কিংবা কার্যকর??? – আমরা নরমালি যেসব লোশনগুলো ব্যবহার করে থাকি সেইগুলো সাধারণত একেবারে পাতলা হয়ে থাকে, সাথে সাথে মিশে যায় এবং একটুপর ত্বক আবার শুষ্ক হয়ে যায়। কিন্তু বডি বাটার এর ক্ষেত্রে যা হয় তা হল, অনেক ভারী ক্রিম হওয়ার কারণে এটা ত্বকের উপরিভাগই না শুধু ডার্মিস, এপিডার্মিস, এন্ডোডার্মিস পর্যন্ত অর্থাৎ ত্বকের নিচেও কাজ করে এবং পানি ধরে রাখে। এটির কার্যকারিতার সময়সীমাও অনেক থাকে তাই। ত্বকে আসে একটা সিল্কি, সফট, smooth, পিচ্ছিল আভা। পায়ের মাঝের অংশ, হাতের উপরিভাগ, আঙ্গুলের গোড়ার রুক্ষতাও এটা একেবারেই মিশিয়ে ফেলে। রাতে ঘুমুতে যাবার আগে এই বডি বাটার দিলে এর ১০০% উপকারই পাওয়া যায়, কারণ রাতের পুরো সময়টা এটা আমাদের ত্বকে পুরোপুরিভাবে কাজ করার সময় পায়, ফলে সর্বোচ্চ ফলাফলটাই পাওয়া যায়।

বডি বাটার কীভাবে কাজ করে??? – Shea Butter হল বডি বাটারের মূল উপাদান। Shea যাতে আছে এন্টিওক্সিডেন্ট ফর্মূলা যা সূর্যের আলোর আল্ট্রাভায়োলেট রশ্মির ফ্রি রেডিক্যাল থেকে আমাদের ত্বককে রক্ষা করে। বডি বাটার ত্বকের প্রাঞ্জলতা ধরে রাখতে সাহায্য করে সাথে রক্ষা করে শীতকালের মতো রুক্ষতা থেকেও। শুধু ত্বকই না, বডি বাটারের আরো ১০টি উল্লেখযোগ্য কার্যকারিতাগুলো হল-

১) হাতের সুরক্ষায় – প্রতিদিনের কাজকর্মে আমাদের হাত শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। বডি বাটার আমাদের হাতকে করে তোলে বেবি সফট ।

২) ফাটা ত্বকের সমাধান – বডি বাটার আমাদের শরীরের শুষ্কতম স্থান গুলো এবং মাতৃত্বকালীন স্ট্রেচ মার্ক বা ফাটা শুষ্ক দাগ দূর করতে সাহায্য করে।

৩) পায়ের যত্নে Foot balm এর বিকল্প হিসেবে।

৪) হাত ও পায়ের শক্ত কিউটিকল সফটনার।

৫) আই মেকাপ রিমুভার ।

৬) আফটার শেভিং পা ও হাতের সফটেনিং ক্রিম।

৭) Lip Balm এর বিকল্প ।

৮) মাসাজ ক্রিম হিসেবে ।

৯) মুখের ময়েশ্চারাইজার – হাতের তালুতে এক চিমটি বডি বাটারকে গলিয়ে তরল করে আপনি মুখের ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন।

১০) গলা এবং গলার নিচের ভাঁজের জন্য আদর্শ ময়েশ্চারাইজার হল বডি বাটার ।

 # বেস্ট এবং সবার প্রিয় বডি বাটার ব্র্যান্ড –

1. The Body Shop Body Butter Body Shop এর বেস্ট বডি বাটার হল Organ Oil Body Butter এছাড়াও আছে – স্ট্রবেরি, পিংক গ্রেইপফ্রুট , পাপায়া বডি বাটার ফ্লেভার Mango Body Butter, Honeymania Body Butter, Cocoa Butter Body Butter, Hemp Body Butter, Shea Body Butter

2. Clinique Body Butter বিভিন্ন ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ফ্লেভার ও কার্যকারিতা সম্পন্ন বডি বাটার আছে ক্লিনিকের।

3. Victoria’s Secret Body Butter এদের বিশেষত্বই হল মোহনীয় সুবাস আর ড্রামাটিক নামের বাহারি বডি বাটার যেমন, love spell, such a flirt, secret charm, secret escape, sheer love, passion struck, mango temptation, pure seduction, aqua kiss, amber romance, pure daydream আরো অনেক।

4. Vaseline Cocoa Body butter এই বডি বাটারগুলো তাদের জন্য যারা বাজেটের মধ্যে ভালো কার্যকর কিছু চান। আর এগুলোর অরিজিনাল USA, UK প্রোডাক্ট এখন আমাদের দেশেই পাওয়া যায়।

বাংলাদেশে কোথায়? যমুনা ফিউচার পার্কে খোলা নতুন কস্মেটিক্স স্টোর Sapphire এ পাচ্ছেন এগুলো । তাছাড়া আরও পাবেন বিভিন্ন ব্র্যান্ড এর USA থেকে আমদানি করা কস্মেটিক্স এখানে পাওয়া যাচ্ছে।

লিখেছেনঃ সারাহ

ছবিঃ দ্যসানডেগার্ল.কম

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort