সানস্ক্রিন এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটি ছাড়া একদিনও কল্পনা করা যায় না! কিন্তু আমরা অনেকেই আলসেমি অথবা অবহেলার কারণে, সানস্ক্রিন ঠিকভাবে ব্যবহার করি না। আবার অনেকেই সানস্ক্রিন ব্যবহার করলেও তা সঠিকভাবে ব্যবহার করি না। এতে সানস্পট, পিগমেন্টেশন, প্রিম্যাচিউর এজিং এমন কি স্কিন ক্যান্সারের মত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই আজকের টপিক ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন, সাথেই থাকুন।
ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন | All about Sunscreen

						45
						
						I like it
					
				
						5
						I don't like it
					
				



