চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?

hair strand

পি এইচ বা পটেনশিয়াল অব হাইড্রোজেন হলো কোন একটি পদার্থের অ্যাসিডিক বা অ্যালকালি-এর পরিমাপ। ০-১৪ পর্যন্ত মাপের স্কেল দ্বারা এটি পরিমাপ করা হয়। মানুষের চুল, মাথার তালুর তেল, সেবাম-এর পি এইচ (pH) সাধারণত ৪.৫ থেকে ৫.৫ পর্যন্ত থাকে। যা স্কেল অনুযায়ী অ্যাসিডিটি। এই ন্যাচারাল হেয়ার অ্যাসিডিটি চুল এবং মাথার তালুকে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে আর কিউটিক্যাল-কে রাখে স্বাস্থ্যোজ্জ্বল। কিছু কিছু চুলের প্রোডাক্ট এই ন্যাচারাল পি এইচ ব্যাহত করে। চলুন তবে চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাবসমূহ জেনে নেই!

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও এর প্রভাবসমূহ

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায়

১. ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমন

যদি আপনার মাথার তালুতে ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমন থাকে তাহলে বুঝবেন আপনার চুল অনেক বেশি আ্যালকালি। তার মানে আপনি চুলের জন্য যে প্রোডাক্ট ব্যবহার করছেন তার পি এইচ ৭-এর উপরে। যা আপনার চুলের স্বাভাবিক অ্যাসিডিক সেবাম-কে ক্ষতিগ্রস্ত করে। এই সেবামই ফাঙ্গাস-এর আক্রমন থেকে আপনার চুলকে রক্ষা করে।

২. চুল কার্লি হয়ে থাকলে

চুলের পি এইচ ব্যালেন্স খেয়াল করার একটি মাধ্যম হলো চুল। যদি আপনার চুল কার্লি হয়ে থাকে তাহলে আপনার চুলের কিউটিক্যাল অলরেডি ওপেন আর এই ওপেন থাকার কারণে আপনার চুলের পি এইচ স্বাভাবিকের চেয়ে বেশ উপরে।

৩. চুলের প্রসাধনী

সোজা চুলেও সঠিক পি এইচ-এর ঘাটতি দেখা দিতে পারে যদি না আপনার নির্বাচিত চুলের প্রসাধনীর উপর গুরুত্ব না দেন বা নির্বাচন ভুল হয়ে থাকে।

৪. চুলের কালার

কালার করার পর চুলের স্বাভাবিক পি এইচ অনেকটাই নষ্ট হয়। কেননা অধিকাংশ কালারিং কিটস-গুলোতে আ্যালকালি জাতীয় পদার্থ থাকে।

৫. শুষ্ক চুল

যখন দেখবেন চুল শুষ্ক হয়ে এসেছে, নিষ্প্রাণ দেখাচ্ছে, সহজেই ভেঙ্গে যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার চুল সঠিক পি এইচ রেঞ্জ-এর মধ্যে নেই।

চুলের ওপর পি এইচ-এর প্রভাব

কিছু কিছু চুলের প্রোডাক্ট আছে যেগুলো আ্যালকালাইন পি এইচ লেবেল-এ তৈরি যা চুলের কিউটিক্যাল ওপেন করে এবং চুলের স্বাভাবিক রঙ নষ্ট হয়, চুল ড্যামেজ হয়ে যায়। যদি এমনটি হয়ে থাকে তাহলে কিভাবে আবার চুলের নরমাল পি এইচ পুনরুদ্ধার করবেন চলুন তা জানা যাক!

১) অ্যাপেল সাইডার ভিনেগার

অ্যাপেল সাইডার ভিনেগার-এর পি এইচ ৩। আধা কাপ অ্যাপেল সাইডার ভিনেগার-এর সাথে আধা কাপ পানি মিশিয়ে নিন এতে ভিনেগারের পি এইচ হবে ৪। এবার মিশ্রণটি গরম করুন। হালকা গরম থাকতে থাকতেই মাথার তালুতে অ্যাপ্লাই করুন। ভিনেগার-এ থাকা এসিড আপনার স্কাল্প-এর পি এইচ রি-স্টোর করতে সাহায্য করবে। সপ্তাহে ১-২ বার এটি করবেন।

২) অ্যালোভেরা জেল

টাটকা অ্যালোভেরা পাতার ভেতরের জেল ব্লেন্ডার-এ ব্লেন্ড করে নিন। তারপর স্প্রে বোতলে ভরে পুরো চুলে ছিটিয়ে দিন। এভাবে টানা কয়েক সপ্তাহ করুন। দিনে কয়েকবার করে করবেন।

৩) পি এইচ ব্যালেন্সড শ্যাম্পু

শ্যাম্পু কেনার আগে বোতলের গায়ে লাগানো লেবেল দেখে নিন। শ্যাম্পুর পি এইচ হইত ৪-৮ এর মধ্যে হবে। কিন্তু এটি আপনার মাথার স্কাল্প-এর পি এইচ কাছাকাছি যেমন ৫ হওয়া উচিত।

৪) ঘরোয়া শ্যাম্পু

১ ১/২ কাপ নারকেলের দুধ, ১ ৩/৪ কাপ অ্যালোভেরা জেল একসাথে ভালোভাবে মেশান যেন একটির সাথে আরেকটি উপাদান একদম মিশে যায়। তারপর এই মিশ্রণ বরফ জমানোর ট্রে-তে জমিয়ে নিন। প্রত্যেক সময় গোসলের ১৫ মিনিট আগে একটি একটি কিউব বের করে নিন আর ব্যবহার করুন শ্যাম্পুর মত। এভাবে কয়েক সপ্তাহ করলেই বেশ উপকার পাবেন।

৫) লেবুর রস

২টি লেবুর রস নিন। এর সাথে ১ কাপ পানি মিশান, সঙ্গে দিন ২-৩ ফোঁটা লেমন অয়েল। যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি ঘোলা দেখাবে ততক্ষণ মিশাতে থাকুন। এবার হারবাল কোন শ্যাম্পু করার পর এই সল্যুশন-টি দিন কিউটিকল ক্লোজ করার জন্য। তারপর কিন্তু এই সল্যুশন-টি ধুয়ে ফেলবেন না। ঐভাবেই থাকুন দিনভর।

৬) লিভ-ইন-কন্ডিশনার

ভেজা চুলে লিভ-ইন-কন্ডিশনার লাগান। এতে করে চুল আবার ন্যাচারাল পি এইচ ৪.৫-৫.৫ অ্যাসিডিটি-তে চলে আসবে। ঘরোয়া পদ্ধতিতেও এই কন্ডিশনার তৈরি করতে পারেন। ৩০ মিলি লিটার সিলিকন ফ্রি কন্ডিশনার নিন ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ২ টেবিল চামচ জোজোবা অয়েল নিন। একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ভেজা চুলে লাগিয়ে চুল শুকিয়ে নিন।

টিপস

১. যদি আপনার চুল কার্লি হয়ে থাকে তবে লিভ-ইন-কন্ডিশনার রেসিপিতে বাদামের তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন।

২. লিভ-ইন-কন্ডিশনার বেশি দিন ভালো থাকে না। তাই শুধু মাত্র ব্যবহার করার আগেই বানিয়ে নিন।

আশা করি আর্টিকেল-টি আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ।

 

ছবি- সংগৃহীত: Shutterstock

9 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort