প্রন বিরিয়ানির রেসিপি

প্রন বিরিয়ানি 

prawn

মাংস দিয়ে তো বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু চিংড়ি দিয়েও খুব সহজে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেটা কি জানেন? চলুন না আজ দেখে নেই সুস্বাদু প্রন বিরিয়ানির রেসিপি।

যা যা লাগবে

রাইস প্রিপারেশনের জন্য : 

  • বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ 
  • দারচিনি ১ টি 
  • লবন ১/২ চা চামচ 
  • লবঙ্গ ৪/৫ টি 
  • এলাচ ৪/৫ টি 

১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। চাল ভিজিয়ে রাখার কারণে আর গরম পানির কারণে খুব তাড়াতাড়ি চাল সিদ্ধ হয়ে যাবে।

চিংড়ির জন্য :

  • চিংড়ি ৪০০ গ্রাম (খোসা ছাড়ানো )
  • আদা-রসুন বাটা ২ চা চামচ 
  • লবন সামান্য 
  • মরিচ গুড়া ১ চা চামচ 
  • দারচিনি ১টি 
  • আস্ত জিরা ১ চা চামচ 
  • তেজপাতা ১ টি 
  • এলাচ ৫ টি 
  • পেয়াজ বেরেস্তা ১/২ কাপ 
  • টকদই ১ কাপ 
  • তেল ১/২ কাপ 
  • ধনে পাতা কুচি 

কীভাবে বানাবেন? 

চিংড়ি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা ,মরিচ গুড়া আর লবন দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট।প্যানে তেল গরম করে গরম মশলা গুলো দিয়ে দিন। সুগন্ধ বের হলে তাতে চিংড়ি দিয়ে ৩/৪ মিনিট ভাজুন মাঝারি আচে।
ভাজা চিংড়িগুলো তুলে আলাদা করে রাখুন। একই তেলে টকদই ,পেয়াজ বেরেস্তা, ধনে পাতা দিন। ৫ মিনিট রান্না করে এতে আবার ভাজা চিংড়ি গুলো দিয়ে দিন। ২মিনিট রান্না করুন, এইসময় প্যান ঢেকে রাখুন। ঢাকনা খুলে সিদ্ধ চাল দিয়ে দিন। ঢেকে মাত্র ৫ মিনিট রান্না করুন। লবন চেখে দেখুন ,কম মনে হলে আরো দিন ।

গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি বিরিয়ানি!

রেসিপিঃ শাহানাজ শিমুল রহমান

ছবিঃ সাটারস্টক

2 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort