হাড়িচারি চপ - Shajgoj

হাড়িচারি চপ

maxresdefault

ছুটির দিনে হাতে সময় থাকলে তৈরি করতে পারেন মজাদার হাড়িচারি চপ। লুচি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। দেখে নিন হাড়িচারি মাটন চপ তৈরির পুরো প্রণালী।

উপকরণ

  •  ১ কেজি ভেড়ার মাংস 
  •  ২৫০ গ্রাম কাটা টমেটো
  •  ১ টি বড় কাটা পেঁয়াজ
  •  ২চা চামচ আদা- রসুন বাটা
  •  ১/২চা চামচ কালোজিরা 
  •  ১.৫ টেবিল চামচ আস্ত ভাজা জিরা  
  • ১ চামচ ভাজা আস্ত ধনে
  •  ২চা চামচ লেবুর রস
  •  ৬ টি আস্ত কাঁচা মরিচ
  •  ১.৫ চা চামচ মৌরি দানা ভাজা
  •  ১চামচ কাসোরি মেথি
  •  ১/৪ চা চামচ মেথির দানা
  •  ১/২ কাপ তেল
  •  ১.৫ চামচ লবন
  •  ২ চা চামচ গুঁড়া মরিচ
  •  ১/২ চা চামচ হলুদ

 [picture]

প্রণালী

– মৌরিদানা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া,কালোজিরা, মেথির দানা এক সাথে গুঁড়ো করে নিন।

– তেল গরম করে পেঁয়াজ ৫মিনিট ভেজে, আদারসুন, কাটা টমেটো, লবন, গুঁড়া মরিচ ও হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। এতে খাসির মাংসগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে আধা কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন।

– এবার আগে থেকে গুঁড়া করে রাখা মসলা, লেবুর রস ও কাঁচা মরিচ দিয়ে দিন। তেল ভেসে উঠা পর্যন্ত দমে দিয়ে রাখতে হবে। মসলা লেগে লেগে গেলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

ছবি – ইয়ামরাজ ডট কম

রেসিপি – আব্দুল্লাহ আল মাহমুদ 

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort