ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস! - Shajgoj

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!

ইনস্টাগ্রাম আর ফেসবুকের যুগে ছবি শেয়ার করাটা এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছে যে ক্যামেরা-রেডি হাসি এক প্রয়োজনীয় ব্যাপার! তবে ফটোজেনিক ছবির জন্য বিশেষ কোনো চেহারার দরকার নেই, খুব বেশি মেকআপ করারও কিন্তু প্রয়োজন হয় না। ফটোশপের কাজসাজি ছাড়াও কিভাবে ছবিতে সুন্দর লাগবে সেটা বুঝতে পারেন না অনেকেই। ফটোজেনিক ছবির জন্য কী করবেন, সেই টিপসগুলোই আজ আমরা জানবো!

ফটোজেনিক ছবির জন্য কী করবেন?

১. স্নিগ্ধ হাসি হাসুন

ফটোজেনিক হাসি হলো মৃদু এবং ন্যাচারাল। এমন হাসি দিন যা ধরে রাখতে পারবেন বেশ কিছুক্ষণ। যখন আপনি মৃদু হাসবেন, আপনার মুখ থাকবে রিল্যাক্সড। ঠোঁট গুলো সামান্য ফাঁকা হয়ে নীচের ঠোঁট উপরের পাটির দাঁতের নীচে মিশে যাবে। গালগুলো একটু উপরের দিকে উঠতে পারে, তবে তা যেন খুব বেশি না হয়। এটা হবে দ্রুত-উল্লাসিত হাসির ঠিক উল্টো। উল্লাসিত হাসি আপনার চোখ ছোট করে আর ঘাড়ের পেশী শক্ত করে ফেলবে, এতে ছবি ভালো আসবে না!

২. থুতনির নিচের ভাঁজ সরিয়ে দিন 

হাসির চেয়ে থুতনির নিচের ভাঁজ নিয়ে বেশি চিন্তা? এটা পুরোপুরি ভঙ্গীর ব্যাপার। যদি খুব এলিয়ে থাকেন বা মাথা সামনের দিকে খুব বেশি ঝুঁকিয়ে দেন, তখন যে ছবিটা আসবে, তা আপনার বিশেষ পছন্দ হবে না। মাথাটা সামান্য ঘুরিয়ে থুতনিটা একটু ঝুঁকিয়ে দাঁড়ান যেন আপনার মুখ ক্যামেরার একেবারে সমান্তরাল না থাকে।

৩. লিপস্টিকের সঠিক শেড ব্যবহার করুন 

এমন একটা লিপস্টিক বেঁছে নিন যা আপনার স্কিনটোনের সাথে মানিয়ে যায়। সঠিক শেডের লিপস্টিকে আপনার দাঁত আরো সাদা দেখাবে। এমন রঙ বেঁছে নিন, যা আপনার হাসিকে আরো উজ্জ্বল করে তুলবে। কিছু কালারের লিপস্টিক আছে যাতে এমনিতেই চেহারা উজ্জ্বল লাগে এবং ছবি ভালো আসে। যেমন ফুশিয়া, বেরি, ডিপ মেরুন, কফি কালার, ব্রাউন ন্যুড এই কালারগুলো ট্রাই করে দেখুন। সাবধান! দাঁতে যেন লিপস্টিক না লেগে যায়! তাহলে কিন্তু সব মাটি!!

৪.আপনার যা আছে তাই যথেষ্ট

ক্যামেরার যোগ্য হাসি হওয়ার জন্য আপনার পারফেক্ট দাঁতের প্রয়োজন নেই। এটা একেবারেই ভুল ধারণা যে পারফেক্ট দাঁত ছাড়া পারফেক্ট হাসি হয় না। Tom Cruise এর দিকে তাকান। Tom Cruise যখন হাসেন তখন তাঁর অসমান্তরাল দাঁত আর একদিকে বাঁকা নাকটা চোখে পড়ে কি?! নিজেকে কোন এঙ্গেল থেকে বেশি সুন্দর লাগে, কোন পোজে ছবি ভালো আসে, এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে আর কী!

৫. অনুশীলন 

আপনার পারফেক্ট হাসিটা হয়তো একদিনেই আসবে না, কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দিবেন? আয়নার সামনে বার বার অনুশীলন করুন। কিনবা সেলফি তুলে দেখুন। কনফিডেনটলি দাঁড়িয়ে একটা ন্যাচারাল হাসি দিয়ে দেখুন। প্রয়োজনে মাথাটা একটু এদিক-সেদিক ঘুরিয়ে সঠিক এঙ্গেলটি ঠিক করে নিন। বের করে আনুন আপনার পারফেক্ট হাসি। আবারও বলছি এঙ্গেল অনেক বেশি গুরুত্বপূর্ণ! নিচ থেকে ক্যামেরা ধরলে মুখ মোটা লাগে, আবার বেশি উঁচু থেকে ছবি তুললে খাটো ও মুখটা সরু দেখায়! অনুশীলন করে বুঝুন যে আপনার ফেইস কাটিং অনুযায়ী পারফেক্ট এঙ্গেল কোনটি! আর ফটোজেনিক ছবি পেতে ফেসিয়াল এক্সপ্রেশনও বেশ গুরুত্বপূর্ণ।

৬. ফলস ল্যাশ পরুন বা ঘন করে মাশকারা দিয়ে নিন 

নিজের ক্যাজুয়াল লুকে ড্রামাটিক চেঞ্জ আনতে পারে ফলস ল্যাশের ব্যবহার। যদি ফলস ল্যাশ না থাকে, তাহলে মাশকারা দিয়ে নিন ডাবল কোট করে। এবার ছবি তুলে দেখুন, কী মোহনীয় লাগছে আপনার চাহনি! সেই সাথে একটু কাজল কালো চোখ হলে তো ভালোই হয়।

তাহলে জেনে নিলেন তো ফটোজেনিক ছবির জন্য কী করতে হবে! আশা করি আপনাদের জন্য এই আর্টিকেলটি হেল্পফুল ছিল। এই ট্রিকস ফলো করলে আপনার ছবি সবসময়ই পারফেক্ট হবে! আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

লিখেছেনঃ মাহমুদ

ছবি- সাজগোজ

8 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort