
ছোট্ট সোনামনির টুটু স্কার্ট
বাসায় সেলাই মেশিন নেই?? কিন্তু বাচ্চার জন্য কিছু বানাতে ইচ্ছা করছে?? দুশ্চিন্তার কিছু নেই, এই টিউটোরিয়াল তাহলে আপনারই জন্য।
বাচ্চারা কিন্তু এটেনশন পেলে খুব খুশি হয়। নতুন জামা কাপড় পেলেও খুশি হত বিশেষ করে অন্যান্য পোশাকের চাইতে ফুলা-ফালা একটি স্কার্ট পেলেই এরা বেশি খুশি। আর যখন সে দেখবে তার পরিবারেরই কেউ তার জন্য এটা বানিয়ে দিচ্ছে তখন নিশ্চয়ই সে আরও বেশি খুশি হবে। আমাদের পরিবারের ভেতর নিশ্চয়ই অনেকেরই কিউট পিচ্চি পিচ্চি বেবি আছে। তাই আজকে ওদের জন্য একটি টুটু স্কার্ট এর টিউটোরিয়াল। এটা এতই সহজ যে বানানোর সময় আপনার বাচ্চাকেও অংশ নেওয়াতে পারেন।
যা যা লাগবে:
• ইলাস্টিক
• সুঁই-সুতা
• রিবন(অপশনাল)
• সেলাই মেশিন (অপশনাল)
• জামা বানানোর নেটের কাপড় ২ রঙের ( পাবেন নিউ মার্কেট )
• বড় সাইজের একটি বই
শুরু করা যাক
প্রথমেই বাচ্চার কোমরের মাপ ও লম্বার মাপটা নিয়ে নিন।
ইলাস্টিক কোমরের মাপ মত কেটে সেলাই মেশিনে অথবা হাতে সেলাই করে একটি ব্যান্ড বানান। খেয়াল রাখবেন সেটা যেন অবশ্যই কোমরের মাপের চেয়ে ছোট হয় এবং কোমরে পরিয়ে দেখবেন টাইট হয় কিনা।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নেটের কাপড় নিয়ে চিকন চিকন ফিতার মতো করে কেটে নিতে হবে স্কার্ট বানানোর জন্য। কাপড়ের টুকরার লম্বা হবে স্কার্টের দ্বিগুণ এবং ৩” চওড়া করে। ধরা যাক আপনি ২০” লম্বা স্কার্ট বানাবেন তাহলে নেটের কাপড় কাটবেন ২০”*২+১.৫” = ৪১.৫” লম্বা সাথে ৩” চওড়া করে।
বানানো ইলাস্টিকের ব্যান্ডটি ছবির মত করে একটি বড় সাইজের বইয়ে আটকিয়ে নিন। কাটা কাপড়গুলোকে এভাবে ভাঁজ করে কাজ শুরু করতে হবে।
কাপড়ের মাঝে ভাঁজ করা টুকরোটি ব্যান্ডের নিচ দিয়ে ঢুকিয়ে লুপ তৈরি করে আরেক পাশের কাপড়টি ব্যান্ডের উপর দিয়ে লুপের ভেতর ঢুকিয়ে দিন।
লুপের মধ্যে ঢুকানোর পরে কাপড়টি আবার নিচে টেনে আনলেই এরকম একটি গিঁট তৈরি হয়ে যাবে।
এভাবে পছন্দসই কাপড়ের কম্বিনেশন করে গিঁট দিয়ে ইলাস্টিক ব্যান্ডটি ভরাতে থাকুন।
এভাবে চারপাশটা ভরে গেলেই তৈরি হয়ে যাবে ছোট্ট সোনামনির জন্য টুটু স্কার্ট। আরেকটু সুন্দর হওয়ার জন্য যেকোন একপাশে রিবন দিয়ে একটি বো করে আটকে দিতে পারেন। চাইলে সাত রঙা নেট কিনে বানিয়ে দিতে পারেন রংধনু টুটু স্কার্ট।
এইতো দেখলেন কি সহজে সেলাই ফোঁড়াই ছাড়াই বানিয়ে ফেললেন কি সুন্দর একটি স্কার্ট, সাজগোজের সাথেই থাকুন, জানতে পারবেন, শিখতে পারবেন এমন আরও উপকারী এবং মজাদার জিনিস।
লিখেছেন – ফোয়ারা ফেরদৌস
ছবি – হার্টব্রেককিডস ডট স্কয়ারস্পেস ডট কম, আইলাভমাইকিডজব্লগ ডট নেট
Comments
Recommended
-
নিজেই তৈরি করুন পেন হোল্ডারNovember 7th, 2017
-
নিজেই তৈরি করে ফেলুন হিজাব পিন!October 30th, 2017
-
গিফট বক্স তৈরির সহজ কৌশলSeptember 6th, 2017
-
ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতিAugust 18th, 2017
-
ওয়াশি টেপ দিয়েই হবে হরেক রকম কাজAugust 11th, 2017